ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবারও এক নম্বরে সাকিব

প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৮ আগস্ট ২০১৪

ফের টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠে এলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল-হাসান। গত বছর ডিসেম্বরের পর টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে আবারও এক নম্বরে উঠে এলেন তিনি।

অলরাউন্ডার সাকিব আল-হাসান সর্বশেষ টেস্ট খেলেছেন ফেব্রুয়ারিতে, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর বাংলাদেশ আর কোনো টেস্ট ম্যাচ খেলেনি। সাকিবেরও খেলা হয়নি কোনো টেস্ট। তার পরও বেশ কিছুদিন টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুইয়ে ছিলেন তিনি। ১১ আগস্ট র‌্যাংকিংয়ে সাকিব নেমে গেলেন এক ধাপ। সপ্তাহখানেক পরে এবার আবারও উঠে এলেন এক নম্বরে। বাংলাদেশের এ বাঁহাতি অলরাউন্ডার একে উঠে এসেছেন মূলত নিকটতম প্রতিদ্বন্দ্বিদের বাজে ফর্মের কারণে।

সাকিবের রেটিং অপরিবর্তিত রয়েছে ৩৬৪ এ। তবে সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের কারণে দুইয়ে চলে যাওয়া রবীচন্দন অশ্বিনের রেটিং ৩৫৭ ও তিনে থাকা ভারনন ফিল্যান্ডারের রেটিং ৩৪৮। ২০১১ সালে ডিসেম্বরে প্রথমবারের মতো এক নম্বরে ওঠেছিলেন সাকিব। সেবার এ অলরাউন্ডারের রেটিং ছিল ক্যারিয়ার সেরা ৪০৪।