ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রথম চয়েজ হিসেবেই দলে শফিউল

প্রকাশিত: ১২:২১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

ভাগ্যের সহায়তা খুব কমই পান শফিউল ইসলাম সুহাস। যখনই ভালো ফর্মে থাকেন, তখনই ইনজুরিতে পড়েন তিনি। সাম্প্রতিক সময়ে ছিলেন দুর্দান্ত ফর্মে। প্রিমিয়ার লিগের পর বিপিএলেও দারুণ পারফরম্যান্স করেন তিনি। আর তখনই (বিপিএলের মাঝেই নিউজিল্যান্ড সিরিজের আগে) ইনজুরিতে পড়েন এ পেসার। খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে।তবে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে দলে ফিরেছেন তিনি। প্রথম চয়েজ হিসেবেই শফিউল দলে ফিরেছেন বলে জানান বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

‘নিউজিল্যান্ড সফরের আগে আমরা যে স্কোয়াড দিয়েছিলাম। সেখানে দেখবেন শফিউল আমাদের প্রথম চয়েজ ছিল। শফিউলের ইনজুরিতে রুবেলকে নেওয়া হয়েছে। যেহেতু শফিউল ফিট আছে, ভালো আছে সেই চিন্তায় তাকে নেওয়া হয়েছে। রিপ্লেস করা হয়েছে।’ – সংবাদ সম্মেলনে শফিউল সম্পর্কে এমনটাই বলেন নান্নু।

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন শফিউল। টার্নিং উইকেটে ভালো বোলিং করলেও উইকেটশূন্য থাকতে হয় তাকে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফর্মের তুঙ্গে ছিলেন শফিউল। ১৩ ম্যাচের ১২ ইনিংসে বোলিং করে উইকেট পেয়েছিলেন ১৮টি। তবে এরপরই দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়েন এ পেসার।

অপরদিকে সর্বশেষ টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে ছিলেন রুবেল হোসেন। তবে আহামরি কিছুই করতে পারেননি তিনি। ৬৫ রান দিয়ে থেকেছেন উইকেটশূন্য। যদিও তিনটি টি-টোয়েন্টি ম্যাচেই ভালো বোলিং করেছিলেন তিনি। তবে বড় দৈর্ঘ্যের ম্যাচে ভালো না করায় শফিউলকে ফিরিয়ে এনেছেন নির্বাচকরা।

আরটি/এনইউ/এমএস

আরও পড়ুন