বাংলাদেশের বিপক্ষে ভারত দল নির্বাচন নিয়ে ‘নাটক’
‘ভারতীয় নির্বাচন কমিটির আলোচনায় বড় নাটক; ফিরেছেন অভিনব মুকুন্দ, প্যাটেল বাদ, সাহা ফিরলেন’- ঠিক এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে ভারতের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’। এ নাটকের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেলের পরিবর্তে আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অভিনব মুকুন্দকে দলে নেয়ায়।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে ৭১ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছিলেন প্যাটেল। অপরদিকে জাতীয় দলে পাঁচটি টেস্ট খেলার সুযোগ পেলেও আহামরি কিছুই করতে পারেননি মুকুন্দ। সেই মুকুন্দকে ফেরানো নিয়েই চলছে নানা আলোচনা-সমালোচনা।
ভারত দলে মুকুন্দের অভিষেক হয় ২০১১ সালের জুনে। এরপর মোট পাঁচটি টেস্টে ১০ ইনিংস ব্যাট করে রান করেছেন ২১১, সর্বোচ্চ রান ৬২। আর উইকেটের পেছনে থেকে ক্যাচ ধরেছেন পাঁচটি। তবে তামিলনাড়ুর এ বাঁহাতি ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরেই দারুণ ফর্মে আছেন।
অপরদিকে ২৩ টেস্টে ৩৪ ইনিংস ব্যাট করেছেন প্যাটেল। ৩৩.৭৬ গড়ে ৮৭৮ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান ৭১। সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে এ ইনিংসটি খেলেন তিনি। তবে উইকেটের পেছনে দারুণ ফর্মে ছিলেন তিনি। ৫২টি ক্যাচের পাশাপাশি ১০টি স্ট্যাম্পিং করেন প্যাটেল।
এছাড়া নিয়মিত উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ইনজুরি থেকে ফেরায় তাকেও দলে রেখেছে ভারত। ফলে ১৫ সদস্যের জায়গায় ১৬ সদস্যের দল ঘোষণা করে তারা।
ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দন আশ্বিন, রবিন্দ্র জাদেজা, জায়ান্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, অমিত মিশ্রা, অভিনব মুকুন্দ, ভুবনেশ্বর কুমার, করণ নায়ার ও হার্দিক পান্ডেয়া।
আরটি/জেএইচ/জেআইএম