ধোনির সমালোচনায় অজি মিডিয়া
এবারের বিশ্বকাপে অপ্রতিরোধ্য ছিল টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বের সবগুলোর সাথে কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের বিতর্কিত কিছু সিদ্ধান্তে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠে তারা। তবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানের হার দিয়ে বিশ্বকাপ মিশন শেষ হয় ভারতের।
তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ধোনির সমালোচনায় মুখর অস্ট্রেলিয়া মিডিয়া। নিজেদের দলের পারফরম্যান্সের প্রশংসার পাশাপাশি ভারতের খেলার নিন্দায় সরব হয়েছে তাঁরা। অজি মিডিয়ার মতে, ভারতীয় ব্যাটসম্যানরা কোনও লড়াই করেনি সেমিফাইনালে।
অস্ট্রেলিয়ার একটি দৈনিক সংবাদপত্র হারের জন্য ধোনিকেই দায়ী করেছে। তাদের মতে , ভারতের যদি অস্ট্রেলিয়ার রান তাড়া করার কোনও সম্ভাবনা থাকত তাহলে ধোনি বা কোহলির মধ্যে কাউকে খেলতে হত। কিন্তু কেউই সেটা করতে পারেনি।
এখানেই থেমে থাকেনি অজি মিডিয়া।ধোনির রান আউট নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ধোনি যতক্ষণ ক্রিজে ছিল ততক্ষণ ভারতের আশা ছিল। ম্যাক্সওয়েল বলটা দারুণ ছুঁড়েছিল কিন্তু পিচের মাঝপথেই মনে হল ধোনি হাল ছেড়ে দিল। কোনও ড্রাইভ নেই। ক্রিজে পৌঁছানোর কোনও চেষ্টা নেই। ও সোজা দৌড়ে গেল। ওর সঙ্গেই হারিয়ে গেল ভারতের শেষ আশা। অস্ট্রেলিয়ার আর একটি সংবাদপত্রে ধোনির ইনিংসকে ‘অদ্ভুত’ বলে ব্যাখ্যা করা হয়েছে।
তবে টিম ইন্ডিয়ার এই অসাধারণ পারফরম্যান্সে খুশি বিসিসিআইয়ের নতুন সভাপতি জগমোহন ডালমিয়া। শুক্রবার বোর্ডের তরফে এক প্রেস বিবৃতিতে ডালমিয়া বলেছেন, “আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫-তে ভারতীয় ক্রিকেট দলের অসাধারণ ক্রিকেট খেলার জন্য আমি অভিনন্দন জানাই। অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হার হতাশাজনক হলেও ডালমিয়া মনে করেন বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নিয়ে আনন্দ করার অনেক কারণ আছে।
তাঁর মতে, বর্তমান টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ক্ষমতা রয়েছে ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার। পাশাপাশি বোর্ড সেক্রেটারি অনুরাগ ঠাকুর ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের।
এমআর/এমএস