ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইমরুলকে নিয়ে ঝুঁকি নিতে চান না বিসিবি চিকিৎসক

প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৭

নিউজিল্যান্ড সিরিজে আশানুরূপ খেলতে পারেননি ইমরুল কায়েস। উরুর ইনজুরির কারণে ছিলেন না শেষ টেস্টেও। তবে দ্রুতই সেরে উঠছেন এ ওপেনার। তারপরও এখনই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
 
শনিবার বিসিবি কার্যালয়ে ইমরুলের ইনজুরি নিয়ে দেবাশীষ বলেন, ‘আমাদের ইমরুলের ব্যাপারটা আরেকটু চিন্তা করতে হবে। ওকে সময় দিতে হবে। এই মুহূর্তে ওর এমআরআই বলছে, ওর অগ্রগতি খুবই সন্তোষজনক। কিন্তু আমরা পুরোপুরি সেরে না উঠে খেলায় ফেরার ঝুঁকি নিতে চাই না। চাই পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরুক।’
 
আগামী ৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। ঐতিহাসিক এ টেস্ট ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তবে বিসিবি চিকিৎসক চাচ্ছেন না প্রস্তুতি ম্যাচেই ইমরুল খেলুক। তবে বিষয়টি টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।
 
‘প্রস্তুতি ম্যাচে খেলবে কি না এটা সময়ই বলে দেবে আপনাকে। এই মুহূর্তে চিন্তা করার কিছু নেই। টেস্ট শুরু হতে হতে কিন্তু ওর সেরে ওঠার সময় হয়ে যাবে। আমরা যদি ওর সেরে ওঠার প্রক্রিয়ায় ডিস্টার্ব করি তাহলে এটা দেরি হয়ে যাবে। এখানে টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে ওকে, পুনর্বাসনের অধীনে রেখে নিয়ে যাবেন নাকি প্রস্তুতি ম্যাচে খেলাবেন।’
 
ভারত সফরের পরেই রয়েছে শ্রীলঙ্কা সফর। সেখানে পুর্ণাঙ্গ সিরিজই খেলবেন টাইগাররা। তাই ভারত সফরের চেয়ে শ্রীলঙ্কা সফরেই ইমরুলকে খেলাতে চান দেবাশীষ। কারণ একই জায়গায় আবার ইনজুরিতে পড়লে দেড় থেকে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে তাকে। তাই ভারত সফরে খেলবেন কিনা সেটা ইমরুলের ওপরই ছেড়ে দিয়েছেন বিসিবি চিকিৎসক।
 
‘আমাদের সাজেশন একটাই, এবার যদি একই জায়গায় চোট পায় তাহলে দেড় থেকে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে। তাহলে শ্রীলঙ্কা সফরও মিস করবে। আগে আমাদের সেটা থামাতে হবে। এটা টিম ম্যানেজমেন্টও জানে। ও ব্যাপারটাও জানে। সিদ্ধান্ত খেলোয়াড়কেই নিতে হবে। কারণ, ব্যথা তো আর মাপা যায় না।’
 
আরটি/এনইউ/আরআইপি

আরও পড়ুন