ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দুবাইয়ে ৩০ পাকিস্তানি বন্দিকে মুক্ত করলেন আফ্রিদি

প্রকাশিত: ১১:১৩ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

নিজ দেশ তথা পাকিস্তানের ৩০ জন লোক বন্দি দুবাইয়ে। মন মানলো না; শহিদ খান আফ্রিদি ছুটে গেলেন সেখানে। ৩০ পাকিস্তানিকে মুক্ত করলেন বুমবুম খ্যাত এই ক্রিকেটার।

এসব পাকিস্তানি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছিলেন। যে কারণে জেলে যেতে হয়েছিল তাদের। আফ্রিদি হয়তো মনে করছেন, এভাবে বন্দি দশায় না থেকে দেশে ফিরে স্বাভাবিক জীবনে ফিরবেন তারা। তাই শহিদ আফ্রিদি ফাইন্ডেশনের সঙ্গে দুবাইয়ের পুলিশের সঙ্গে চুক্তি হয়। আর তাতে মুক্তি মেলে ওই বন্দিদের।

নিজের টুইটার পেজে আফ্রিদি লিখেছেন, ‘এটা শহিদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য একটি বিশেষ অর্জন। দুবাই থেকে পাকিস্তানিদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আশা করি, তাদের পরিবারে আনন্দ বয়ে আনবে।’

পাকিস্তানিদের ফিরিয়ে দিতে সম্মতি দেয়ায় দুবাইয়ের পুলিশ কর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আফ্রিদি। টুইটারে লিখেছেন, ‘দুবাইয়ের পুলিশ কর্তা লে. জেনারেল দাহি খালফান তামিম এবং ব্রিগে. মোহাম্মদ আলমুরকে আমি ধন্যবাদ জানাই।’

এনইউ/জেআইএম

আরও পড়ুন