ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চ্যাপেল-হ্যাডলি সিরিজে ওয়ার্নারের বিশ্রাম

প্রকাশিত: ০৮:৫১ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে ভরসার প্রতীক। সম্প্রতি হয়ে উঠেছেন রান মেশিন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান এই ওপেনারকে। তবে ১৪ সদস্যের ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন অ্যারন ফিঞ্চ ও শন মার্শ।

টানা খেলার কারনেই তাকে বিশ্রামের সিদ্ধান্ত দেন টিম ম্যানেজমেন্ট। গত জুলাই থেকে তিনি টানা ২৯টি ম্যাচ খেলেছেন। তাই মানসিক ও শারীরিকভাবে ফুরফুরে রাখতেই বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। এমনটি জানিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেটের নির্বাচক প্রধান ট্রেভর হনস।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই গ্রীষ্মে ওয়ার্নার অনেক চাপে ছিলেন। টানা ম্যাচ খেলে ও অনেকটা ক্লান্ত। তাই আমরা তাকে কিছুদিন বিশ্রাম দিয়েছি। এই বিরতি তাকে শারীরিক ও মানসিকভাবে ফুরফুরে করে তুলবে।’

উল্লেখ্য, পরের সপ্তাহের সোমবার অকল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।
 
অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, জেমস ফকনার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, বিলি স্ট্যানলেক।

এমআর/এমএস

আরও পড়ুন