ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আরাফাত সানির রাত কাটছে থানা হাজতে, সকালে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২২ জানুয়ারি ২০১৭

আইসিটি অ্যাক্টে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির রাত কাটছে মোহাম্মদপুর থানার হাজতে। সোমবার সকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু করবে মোহাম্মদপুর থানা পুলিশ।

এর আগে গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামে এক নারীর দায়ের করা মামলায় শনিবার (২১ জানুয়ারি) রাতে সাভার থেকে তাকে গ্রেফতার করা হয় সানিকে। পরে তাকে মোহাম্মদপুর থানায় আনা হয়। অধিকতর তদন্তের জন্য তাকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. নয়ন জাগো নিউজকে বলেন, সোমবার সকাল ১০ টায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জানুয়ারি) তাকে আবারও আদালতে তোলা হবে। রাতে তাকে থানা থেকে খাবার দেয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদের পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে আবারও রিমান্ড চাওয়া হতে পারে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছে মোহাম্মদপুর থানা পুলিশের এক কর্মকর্তা।

গত বছরের জুনে নাসরিন সুলতানার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠে সানির বিরুদ্ধে।

এআর/জেএইচ

আরও পড়ুন