রাব্বির জোড়া আঘাত
কামরুল ইসলাম রাব্বির দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। ক্যাচ মিসের মহড়ায় শনিবার নিজেদের প্রথম ইনিংসের শুরুটা দারুণ করেছিল নিউজিল্যান্ড। তবে ১৫তম ওভারে জোড়া আঘাত হেনে স্বাগতিকদের চাপে ফেলেছে টাইগাররা।
ইনিংসের ১৫তম ওভারে বল হাতে নেন রাব্বির। দ্বিতীয় বলেই রাভালকে ফেরান তিনি। রাব্বির করা খাটো লেন্থের বলটি পুল করতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যান রাভাল।
এরপর এক বল পড়ে কিউই শিবিরে আবারও বড় আঘাত হানেন রাব্বি। দলের সেরা ব্যাটসম্যান অধিনায়ক কেন উইলিয়ামসনকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের তালুবন্দি করেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৪৮ রান। ২৯ রান নিয়ে ব্যাটিং করছেন প্রথম টেস্টের ম্যান অব দ্যা ম্যাচ টম লাথাম। আর নতুন ব্যাটসম্যান রস টেইলর ব্যাটিং করছেন ০ রানে।
তবে এদিন শুরুতেই কিউইদের চাপে ফেলতে পারতো বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারেই রাভালের ক্যাচ মিস করেন মাহমুদউল্লাহ। মেহেদী হাসান মিরাজের বলে দ্বিতীয় স্লিপে সহজ ক্যাচ ছেড়েছেন মেহেদী হাসান মিরাজ।
এরপর ১১তম ওভারে তাসকিনের বলে একই জায়গায় আবার জীবন পান রাভাল। তবে এবার ছেড়েছেন দেশসেরা ফিল্ডার সাব্বির রহমান। আর টাইগারদের ক্যাচ মিসের মহড়ার ফলে ভালো সূচনা পেয়ে যায় নিউজিল্যান্ড।
আরটি/জেএইচ