সৌম্যর প্রথম টেস্ট হাফসেঞ্চুরি
দ্বিতীয় টেস্টে খেলারই কথা ছিল না তার। বরাতটা খুলে গেল ইমরুল কায়েসের ইনজুরিতে। আর সে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন সৌম্য সরকার। ইতোমধ্যেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফসেঞ্চুরি।
শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সৌম্য। তবে শুরুতেই তামিমকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর দ্রুতই ফিরে যান মাহমুদউল্লাহ।
তবে একপ্রান্তে দারুণ ব্যাটিং করে দলকে চাপমুক্ত করেন সৌম্য। দারুণ সব শট খেলে মাত্র ৫৪ বলেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৮ বলে ৫২ রান করেছেন সৌম্য। আর বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান। সৌম্যর সঙ্গী সাকিব আল হাসান আছেন ৩২ রানে।
আরটি/বিএ