ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইয়ুথ শ্যুটিংয়ে সেরা বিকেএসপি

প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৬ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত দ্বিতীয় হামিদুর রহমান ইয়ুথ শ্যুটিংয়ে সেরা হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

প্রতিযোগিতার ৪ ইভেন্টের মধ্যে ৩টিতেই স্বর্ণ জিতেছে তারা। ২টিতে জিতেছে রৌপ্য, একটিতে ব্রোঞ্জ। প্রথম দিনে হওয়া ৩ ইভেন্টেই স্বর্ণ জিতেছিল এ প্রতিষ্ঠানের শ্যুটাররা। শেষ দিনের ইভেন্টটি জিতে নিয়েছেন নারায়নগঞ্জ রাইফেল ক্লাবের শ্যুটার রবিউল ইসলাম।

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে ২০৫.৫ স্কোর করে স্বর্ণ নিজেছেন রবিউল। ২০৩.২ স্কোর করে রৌপ্য জিতেছেন বিকেএসপি শ্যুটিং ক্লাবের আবু সুফিয়ান। বিকেএসপি শ্যুটিং ক্লাবের অর্নব সারার লাদিফ ১৮২.২ স্কোর করে পেয়েছেন ব্রোঞ্জ পদক।

আরআই/আইএইচএস/পিআর