ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়াহাব ও ওয়াটসনকে আইসিসি`র জরিমানা

প্রকাশিত: ০১:১৩ পিএম, ২১ মার্চ ২০১৫

খেলার মধ্যে একে অপরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে গালিগালাজ করায় ওয়াহাব রিয়াজ ও শেন ওয়াটসনকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তানি ফাস্ট বোলার রিয়াজকে ম্যাচ ফি`র ৫০ শতাংশ এবং অস্ট্রেলিয়ার অজি অল-রাউন্ডার ওয়াটসনকে ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি এক বিবৃতি তথ্য প্রকাশ করেছে।

আইসিসি জানিয়েছে, দু`জনেই নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় এক্ষেত্রে শুনানির কোনও প্রয়োজন হয়নি। স্রেফ জরিমানা দিয়েই বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে।

ম্যাচ রেফারি রঞ্জন মদুগল্লে জানান, শেন ও ওয়াহাবের মধ্যে জোরদার টক্কর চলছিল। কিন্তু ম্যাচ চলাকালীন দু`জনই প্রতিদ্বন্দ্বিতামূলক বাক্য-বিনিময় ও অশালীনতার মধ্যে যে সুক্ষ্ম সীমারেখা রয়েছে, তা অতিক্রম করে ফেলেন। যার জেরে এই শাস্তি দিতে হয়েছে।

ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৩তম ওভারে। উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন ওই দুজন। আম্পায়ারের নির্দেশ অমান্য করে বোলার রিয়াজের উদ্দেশ্যে কিছু বলেন ওয়াটসন। ওভার শেষ হলে রিয়াজ এগিয়ে গিয়ে ওয়াটসনকে পাল্টা গালাগালি দেন।

আরএস/পিআর