ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এখনও জয়ের স্বপ্ন দেখছেন তাসকিন

প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭

পুরো চারটা দিন শীর্ষে থাকলো বাংলাদেশ। চতুর্থ দিন শেষ বিকেলে এসে তিনটা উইকেট হারিয়েই কি না এখন শঙ্কা সৃষ্টি হয়ে গেছে, এ টেস্টের ভাগ্য বাংলাদেশের পক্ষে আসবে তো! ওয়েলিংটনের বেসিন রিজার্ভের সবুজ মাঠ থেকে প্রশ্নটা ছড়িয়ে গেলো বাংলাদেশের ড্রেসিং রুমেও। ব্যাটসম্যানদের ওপর এখন নির্ভর করছে অনেক কিছু।

Babuকিন্তু দ্রুত তিন উইকেট হারানোর পাশাপাশি হঠাৎ ইমরুলের ইনজুরিতে পড়ে যাওয়াটাই শঙ্কার সৃষ্টি করছে। উইকেটে টিকে আছেন এখনও মুমিনুল। বাইরে আছেন প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান, সেঞ্চুরিয়ান মুশফিকুর রহীম, হাফ-সেঞ্চুরিয়ান সাব্বির রহমান। বাংলাদেশের ব্যাটিংয়ে এখন এরাই বড় ভরসার নাম।

তবুও শঙ্কার কালো মেঘ ঘুরছে ওয়েলিংটনের আকাশে। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে আসা তাসকিন আহমেদের কাছেও উত্থাপন হলো প্রশ্নটি। পঞ্চম দিন কি করবে বাংলাদেশ? পারবে তো শেষ পর্যন্ত টেস্ট ম্যাচটি বাঁচাতে?

তাসকিনের কথায় স্পষ্ট হলো, ড্রেসিং রুমেও প্রশ্নটার সংক্রমণ ঘটেছে। যার প্রতিধ্বনি হলো তার মুখে। ওয়েলিংটনে অভিষিক্ত এই পেসার প্রশ্নের জবাবে বলেন, ‘পরিস্থিতি কি দাঁড়ায় তার ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে আমরা অবশ্যই জয়ের জন্য খেলব। ব্যাটসম্যানরা সেট হলে রান করা সহজ হবে।’

পেসার তাসকিনও স্বীকৃতি দিলেন বেসিন রিজার্ভের উইকেটটা পুরোপুরি ব্যাটিংবান্ধব। স্কোর কার্ডের দিকে তাকালে সেটা আরও পরিষ্কার হয়ে উঠবে। প্রথম ইনিংসে দু’দলেরই রান হলো ৫০০’র ওপর। তাসকিন বললেন, ‘উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো। প্রথম ইনিংসে আমরা ৫৯৫ করে ইনিংস ঘোষণা করলাম। নিউজিল্যান্ডেরও রান হলো ৫৩৯। ব্যাটসম্যানদের জন্যই এই উইকেটটা।’

braverdrink
এমন ব্যাটিং উইকেটেই কি না দ্বিতীয় ইনিংসে পুরোপুরি ব্যাকফুটে বাংলাদেশ! ব্যাটসম্যানদের উইকেট হলেও তাসকিনের মতে, ভালো খেলতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। তিনি বলেন, ‘তবুও আমাদের ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে। কারণ নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ অনেক ভালো।’

শেষ মুহূর্তে তাসকিনের মুখে দৃঢ়তা ফুটে উঠলো। সেই দৃঢ়তা ব্যাটিং নিয়ে। শেষ দিন বাংলাদেশ ভালো ব্যাটিং করবে বলে তার প্রত্যাশা। তিনি বলেন, ‘আমরা অবশ্যই ভালো ব্যাটিং করব। দিনের শেষের দিকে দ্রুত কয়েকটা উইকেট খারাপভাবে আউট হয়ে গেল। ইমরুল ভাই ভালো ব্যাটিং করলেও দুর্ভাগ্যজনকভাবে চোটে পড়লেন। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অন্যরাও দায়িত্ব নিয়ে খেলবেন।

এআরবি/আইএইচএস/পিআর

আরও পড়ুন