ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাব্বিরের অর্ধশতক

প্রকাশিত: ১০:৪১ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭

ট্রেন্ট বোল্টের বলে সাব্বির রহমানকে জীবন দেন টম ল্যাথাম। অফ স্টাম্পের বাইরের বল পুল করার চেষ্টায় টাইমিং করতে পারেননি বাংলাদেশের শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান। মিড অনে আসা সহজ ক্যাচ তালুতে জমাতে পারেননি ল্যাথাম। সে সময় ৩১ রানে ব্যাট করছিলেন সাব্বির। ল্যাথামের সেই মিস যেন সাব্বিরকে ভাবিয়ে তোলে।  পরে দেখেশুনে খেলে সহজেই সিরিজের প্রথম অর্ধশত পূরণ করেন তিনি।

এর আগে সাব্বির রহমান আর তাসকিন আহমেদের জুটিতে তৃতীয় দিনের শুরুতেই সাড়ে ৫০০ রান ছাড়ায় বাংলাদেশ দল। টেস্টে এ নিয়ে চতুর্থবার ৫৫০ ছাড়াল তারা।

১৫১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫৯৪/৮। নিজেদের টেস্ট ইতিহাসে তাদের এর চেয়ে বড় স্কোর আছে আর একটিই। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮।  

এএইচ