সেঞ্চুরির দেখা পেলেন মুশফিকুর রহীমও
সাকিব আল হাসানের পর সেঞ্চুরির দেখা পেলেন দলের অধিনায়ক মুশফিকুর রহীমও। নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই কন্ডিশনে যেখানে বড় বড় দলগুলো খাবি খায়, সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুবেই সাবলীল, দারুণ স্বাচ্ছন্দ্য। তার প্রমান জোড়া সেঞ্চুরি। সাকিব আল হাসানের পর মুশফিকুর রহীমের তিন অংকের ঘর ছোঁয়া।
দ্বিতীয় দিনের মুমিনুল আউট হওয়ার পর মাঠে নামলেন মুশফিকুর রহীম। প্রথম ওয়ানডে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর সেখান থেকে সেরে উঠে আক্ষরিক অর্থে আজই মাঠে নামলেন মুশফিক। তার ফেরাটা স্বাচ্ছন্দ্যের হয় কি না সেটাই ছিল দেখার। একই সঙ্গে, মুমিনুলের আউটের ধাক্কা কাটিয়ে বাংলাদেশকে সঠিক পথে ধরে রাখারও কঠিন এক দায়িত্ব বর্তায় অধিনায়কের ঘাড়ে।
সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে আপাতত সেই দায়িত্বটা যথাযতভাবে পালন করে ফেলেছেন মুশফিক। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার কিংবা কলিন ডি গ্র্যান্ডহোমদের আগুন মাখা তোপ সামলে বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়াটা ছিল বিশাল এক চ্যালেঞ্জ এবং পরীক্ষা। সেই পরীক্ষায় আপাতত পাশ সাকিব আর মুশফিক। দু’জনের দুই শতাধিক রানের জুটি অনেক বড় বোঝা নামিয়ে টিম বাংলাদেশক নিয়ে গেছে বড় স্কোরের পথে।
শুধু উইকেট ধরে রাখাই নয়, একই সঙ্গে রান তোলার দিকেও মনোযোগী ছিলেন মুশফিক-সাকিব। যে কারণে দেখা যাচ্ছে, লাঞ্চ বিরতির আগেই বাংলাদেশের রান ২৬৯। দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই প্রায় পৌনে ৪০০। এরই মধ্যে সাকিব আল হাসানের সঙ্গে সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহীমও। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেয়ার পথে বল খেলেছেন ১৭৯টি। বাউন্ডারি মেরেছেন ১৭টি।
২০১৪ সালের সেপ্টেম্বরে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। ২ বছরেরও বেশি সময় ধরে সেঞ্চুরির দেখা না পাওয়া মুশফিক এবার নিজের আক্ষেপটা মেটালেন। নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে তুলে নিলেন অসাধারাণ সেঞ্চুরিটি।
আইএইচএস/