ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশের জয় কেড়ে নিল আম্পায়াররা

প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৯ মার্চ ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ৩০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ১৯৩ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের জয়ের মিশন। তবে ভারতের ব্যাটিংয়ে আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে তিনশ রান অতিক্রম এবং বাংলাদেশের ব্যাটিংয়ে মাহমুদুল্লাহকে বাজেভাবে আউট দেওয়ায় মনে হয় ক্রিকেট ভাগ্য আজ যেন বাংলদেশের ছিল না।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৫ রান তুলে পানি পানের বিরতিতে যায় ভারত। বিরতির পর তৃতীয় বলেই শিখর ধাওয়ানকে মুশফিকের স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। পরের ওভারে বিরাট কোহলিকে ফিরিয়ে বড় আঘাতটি করেন রুবেল হোসেন। অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গেলে কোহলির ব্যাট ছুঁয়ে বল জমা হয় মুশফিকের গ্লাভসে। ৭৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর রোহিতের সঙ্গে জুটি গড়েন আজিঙ্কা রাহানে। দলীয় ১১৫ রানে রাহানেকে সাকিবের ক্যাচে ফেলেন তরুণ বোলার তাসকিন।

কিন্তু ৪০তম ওভারে পেসার রুবেল হোসেনের চতুর্থ বলে রুবেলের বলে ক্যাচ তুলেছিলেন রোহিত শর্মা। সেই ক্যাচটি ধরেও ছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। কিন্তু আম্পায়ার ইয়ান গোল্ড বলটিকে ‘নো বল’ কল করে রোহিতকে বাঁচিয়ে দেন। ক্রিকেট ইতিহাসে তৈরি করেন নতুন বিতর্ক।

এরপর ৪৩ ওভার ৫ বলে ভারতের ২৩৭ রানের মাথায় অর্ধশতক পূর্ণ করা সুরেশ রায়নাকে মুশফিকের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান মাশরাফি বিন মর্তুজা। শেষের দিকে আবার জ্বলে ওঠেন তরুণ বোলার তাসকিন। রোহিত শর্মাকে বোল্ড করে ম্যাচের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নেন তিনি। এমনকি ধোনিকে বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি তরুন এই ক্রিকেটার। বলহাতে তাসকিনের শিকার ৩ উইকেট।

এরপর ৩০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানের মাথায় কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। এটা যেন তার এখন নিয়মিত হয়ে গেছে। পরের বলেই রান আউট ইমরুল কায়েস। এরপর শামির বলে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ’র ক্যাচ ধরেন শিখর ধাওয়ান। সেটিকে আউট হিসেবে ঘোষণা দেন তৃতীয় আম্পায়ার স্টিভ ডেভিস। এরপর সৌম্য সরকারকে কট বিহাইন্ড করে ফেরত পাঠান মোহাম্মদ শামি।

বাংলাদেশ ব্যাটিং লাইন আপের শেষ ভরসা ধরা হয় সাকিব-মুশফিককের জুটি। কিস্তু দলীয় ১০৪ রানের মাথায় রবীন্দ্র জাদেজার বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন সাকিব। ২৭ রান করে উমেশ জাদবের বলে আউট হন মুশফিক। স্কোরবোর্ডে তখন বাংলাদেশের সংগ্রহ ১৪৪ রান।

এরপর নাসির, মাশরাফি, রুবেল ও সাব্বিররা নিয়মিত বিরতিতে ফিরে যান সাজঘোরে। তবে এর আগেই আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে মলিন হয়ে আসে টাইগারদের স্বপ্ন। ক্রিকেট মোড়ল ক্ষেত ভারত জয় পায় ১০৯ রানে।

ম্যান অব দি ম্যাচ হয়েছেন রোহিত শর্মা।

আরএস/আরআইপি