‘টেস্টে ভালো করবে বাংলাদেশ’
গত দুই বছর ধরেই ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। অথচ সে সংস্করণে নিউজিল্যান্ডের বিপক্ষে পাত্তাই পাননি টাইগাররা। খুব ভালো না করলেও টি-টোয়েন্টিতেও সফল ছিলেন তারা। কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণেও ভরাডুবি তাদের। সেখানে এখন সাদা জার্সিতে সংগ্রাম করা বাংলাদেশ কতটুকু পেরে উঠবে কিউইদের বিপক্ষে? আশাবাদীরাও যেখানে হিমশিম খাচ্ছেন, সেখানে আশার আলো দেখছেন বিসিবি’র গেম ডেভলপম্যান্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম।
‘আমি আশা করছি যে টেস্টে বাংলাদেশ ভালো করবে। কারণ হলো- ওই কন্ডিশনে টিকে থাকার জন্য যে কৌশল দরকার সেটা ওদের জানা আছে। তবে সেক্ষেত্রে আরেকটু দায়িত্ববান হতে হবে তাদের। অনেকের সঙ্গে হয়তো মিলবে না। কারণ এটা একান্তই আমার ব্যক্তিগত ধারণা।’
এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সংস্করণেই হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এ কথা ভালো করেই জানেন ফাহিম। সেখানে ব্যাটসম্যানদের সংগ্রামও দেখেছেন তিনি। আরও জানেন ওয়ানডে ক্রিকেটের চেয়ে টেস্ট ক্রিকেটের উইকেট আরও কঠিন হবে। তারপরও সেই ওয়ানডে ক্রিকেটের ব্যাটিংই আশা যোগাচ্ছে তাকে।
‘ওয়ানডে ও টি-টোয়েন্টিতে উভয়ক্ষেত্রেই উইকেটে বাউন্স ছিল, গতিও ছিল। এমনকি টেস্টে হয়তো আরও কঠিন হবে উইকেটগুলো। কিন্তু আমি কখনোই আমাদের ব্যাটসম্যানদের অস্বস্তিতে পড়তে দেখিনি। পেস ও বাউন্সের জন্য যেমন অস্বস্তি হওয়ার কথা; সেটা হয়নি। আমাদের সমস্যা ছিল দ্রুত রান তুলতে গিয়ে উইকেট খুইয়েছি।’
সীমিত ওভারের ছয়টি ম্যাচেই যত না কিউই বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করেছে। তার চেয়ে বেশি নিজেরাই উইকেট বিলিয়ে চাপ সৃষ্টি করেছে। দারুণ শুরু করেও ইনিংস বড় করতে পারেননি কোন ব্যাটসম্যানই। তবে ফাহিম আশাবাদী টেস্টে রান তোলার তাড়া না থাকায় সে ধারা থেকে উঠে আসবেন টাইগাররা। একটু বাড়তি দায়িত্ব নিয়ে খেললেই ভালো প্রতিদ্বন্দ্বিতা সম্ভব বলে বিশ্বাস তার।
‘আমাদের যে সমস্যাটা সেটা টেস্টে থাকবে না। দ্রুত রান তোলার কোনো চাপ নেই। এটা আমাদের একটা ইতিবাচক দিক। আশা করছি, শুরুর দিকে যদি ব্যাটসম্যানরা উইকেটে থিতু হতে পারলে বড় স্কোর করার মতো ব্যাটসম্যান আমাদের বেশ কয়েকজন আছে। দরকার একটু বাড়তি মনোযোগ।’
তবে এ ম্যাচে শুধু ব্যাটসম্যানদের উপরই পরীক্ষা চলবে না বোলারদেরও নামতে হবে কঠিন পরীক্ষায়। কারণ টেস্ট ক্রিকেটের নিয়মিত দুই পেসার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ শহীদ ইংল্যান্ড সিরিজ থেকেই ইনজুরির কারণে দলে নেই। এমনকি বিকল্প হিসেবে ফর্মের তুঙ্গে থাকা শফিউলকেও পাচ্ছে না তারা একই কারণে। তবে তরুণ তাসকিন ও শুভাশিসের ওপর আস্থা রয়েছে ফাহিমের।
‘টেস্ট ক্রিকেটে যে ধরনের উইকেটে পেসাররা বল করতে স্বাচ্ছন্দ্যবোধ করে সে ধরনের উইকেটেই তাসকিন বল করবে। তবে লাইন লেন্থ বজায় রেখে বল করতে হবে। এটা পারলে ওর সামর্থ্য আছে খুব ভালো কিছু করার। এছাড়া ঘরোয়া ক্রিকেটে শুভাশিসও ভালো করেছে। আর টি-টোয়েন্টিতে রুবেলও ভালো বল করেছে।’
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রায় আড়াই বছর পর দেশের বাইরে টেস্ট ক্রিকেট খেলতে মাঠে নামছেন টাইগাররা।
আরটি/এনইউ/এমএস