৯ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলাদেশ
সেমিফাইনালের পথে ভারতের দেওয়া ৩০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৪.৪ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৯৩ রান।
৩০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে তামিম। ২৫ বলে ২৫ রান করে যাদবের বলে আউট হন বাহাতি এই ব্যাটসম্যান। পরের বলে ইমরুল রান আউট হলে কিছুটা চাপে পড়ে টাইগাররা। এরপর সৌম্য-রিয়াদ ৩৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠছে। তবে সেটিও আর বেশি দূর যেতে পারেনি।
এর আগে রোহিত শর্মার সেঞ্চুরির উপর ভর করে শেষ পর্যন্ত ৩০২ রান সংগ্রহ করে ভারত। আউট হওয়ার আগে রোহিত শর্মা করেন ১৩৭ রান।
টস জিতে ব্যাট করতে নেমে ৭৫ রানের জুটি গড়ে শেখর ধাওয়ান আর রোহিত শর্মা শুভ সূচনা করে। এরপর ৪ রানের ব্যাধানে সাকিবের বলে ধাওয়ান আর রুবেলের বলে কোহলি আউট হলে বিপদে পড়ে যায় ভারত। তাসকিনের বলে ১৯ রান করা রাহানে আউট হলে বিপদ আরও বেড়ে যায়।
এরপর রায়নাকে সাথে নিয়ে ১১৪ রানের জুটি গড়ে দলের প্রথমিক বিপদ কাটিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায় রোহিত শর্মা। মাশরাফির বলে রায়না ৬৫ রান করে আউট হন। শেষ দিকে জাদেজা ১০ বলে ২৩ করলে ৩০২ রান সংগ্রহ করে ভারত।
বাংলাদেশের পক্ষে তাসকিন নেন ৩ উইকেট। মাশরাফি, সাকিব ও রুবেল ১টি করে উইকেট পান।
আরএস/আরআইপি