ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অফিসপাড়ায় খেলার আমেজ

প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৯ মার্চ ২০১৫

বৃহস্পতিবার অফিসপাড়ায় কাজে যেন কোনো মনোযোগ নেই। অফিসে আসতে হয়েছে তাই যেন আসা। সবার চোখ টিভির দিকে। অথবা কানে এয়ার ফোন, থাকবেই তো। কোয়ার্টার ফাইনালে টাইগাররা মাঠে তো! প্রতিপক্ষ ভারত।

বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হয়েছে টাইগারদের যুদ্ধ। আর দেশের ক্রিকেটপ্রেমীদের চোখ টিভির দিকে। টাইগারদের উৎসাহ দিতে।

সরেজমিনে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, ব্যাংকপাড়া ঘুরে দেখা গেলো, সবার চোখ খেলার দিকে। কর্মকর্তা, অফিসের বস সবাই যেন খেলার খবর নিয়ে ব্যস্ত।

কাজটা যেন আজ কিছুটা কমই গুরুত্ব পাচ্ছে। ব্যাংকপাড়ায় জরুরি লেনদেন ছাড়া সবার চোখ টিভির দিকে। সচিবালয়েও বিভিন্ন পদস্থরা নিজের রুমে বসেই খেলা দেখছেন।

তবে পিছিয়ে নেই সাধারণ মানুষও। যাদের সুযোগ নেই, তাদের রাস্তায় বিভিন্ন দোকান, হোটেলে দাঁড়িয়ে খেলা দেখতে দেখা গেছে।

কথা হচ্ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপসচিবের সঙ্গ। তার দৃষ্টিও খেলার দিকে। বললেন, আজ কোনো কাজ করব না। দেখার বিষয় আমাদের টাইগাররা কী করেন।

এসএ/বিএ/আরআইপি