ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টাইগারদের লক্ষ্য ৩০৩

প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১৯ মার্চ ২০১৫

বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মার সেঞ্চুরির উপর ভর করে শেষ পর্যন্ত ৩০২ রান সংগ্রহ করেছে ভারত। আউট হওয়ার আগে রোহিত শর্মা করেন ১৩৭ রান।

এর আগে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৭৫ রানের জুটি গড়ে শেখর ধাওয়ান আর রোহিত শর্মা শুভ সূচনা করে। এরপর ৪ রানের ব্যাধানে সাকিবের বলে ধাওয়ান আর রুবেলের বলে কোহলি আউট হলে বিপদে পড়ে যায় ভারত। তাসকিনের বলে ১৯ রান করা রাহানে আউট হলে বিপদ আরও বেড়ে যায়।

এরপর রায়নাকে সাথে নিয়ে ১১৪ রানের জুটি গড়ে দলের প্রথমিক বিপদ কাটিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায় রোহিত শর্মা। মাশরাফির বলে রায়না ৬৫ রান করে আউট হন। শেষ দিকে জাদেজা ১০ বলে ২৩ করলে ৩০২ রান সংগ্রহ করে ভারত।

বাংলাদেশের পক্ষে তাসকিন নেন ৩ উইকেট। মাশরাফি, সাকিব ও রুবেল ১টি করে উইকেট পান।

এমআর/এআরএস