ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

উইকেটের সেই সবুজ ঘাস নেই!

প্রকাশিত: ০৫:০৩ এএম, ১১ জানুয়ারি ২০১৭

কোন উইকেটে খেলা হবে? ২৪ ঘন্টা আগে তা বুঝে উঠতে পারেননি মুশফিকুর রহিম। তাই বাংলাদেশ টেস্ট অধিনায়ক রসিকতার সুরে বলেছিলেন, চারিদিকে এত সবুজ যে, কোনটা আসল উইকেট তা বোঝাই কঠিন।

Babuতবে শেষ খবর, কাল উইকেটের যে চেহারা ছিল, এখন তা নেই। ঘন সবুজ গালিচার মত উইকেটের ওপরের ঘাসের একটা অংশ কেটে ফেলা হয়েছে। ঘাস ছাটার পর আজ দুপুর গড়িয়ে বিকেল নামতে পিচের যে চেহারা হয়েছে, তা দেখে অনায়াসে বোঝা যায় প্রথম টেস্টের উইকেট কোনটি ? কেউ বেসিন রিজার্ভে ঢুকে মাঠের যে কোন প্রান্তে দাঁড়িয়েও বলে দিতে পারবেন  কোন উইকেটে খেলা হবে।

braverdrink
আশার খবর, ঘাস ছেটে ফেলার এই পালা নাকি  অব্যাহত থাকবে। বৃহস্পতিবার টেস্ট শুরুর আগেও নাকি এক প্রস্থ কাটিং মেশিনে ব্যবহার হবে। যদি তাই হয়, তাহলে সবুজের সমারোহ কমে যাবে আরও খানিকটাই। আগের দিন যেমন ঘন সবুজ ঘাসে ঢাকা উইকেট ছিল, তা আজই নেই। শেষ পর্যন্ত হয়তো আরও থাকবে না। আর যাই হোক উইকেটের চেহারা দেখে বুক কাপবে না ? তারপরও সবুজ কচি ঘাস থাকবেই। সেটাও বাংলাদেশের কিংবা উপমহাদেশের যে কোন উইকেটের চেয়ে অনেক বেশি ঘাসযুক্ত।

এআরবি/এমআর/পিআর

আরও পড়ুন