ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ধোনির সঙ্গে খেলতে মুখিয়ে আছেন যুবরাজ

প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১০ জানুয়ারি ২০১৭

ভারতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন যুবরাজ সিংহ। নিজের সেরাটা দিতে তৈরি তিনি। জমিয়ে অনুশীলনও করছেন। ধোনির সঙ্গে খেলতে পারবেন ভেবেই অনেকটা উচ্ছ্বসিত যুবরাজ।

এ প্রসঙ্গে বললেন, “এটা অনেকটা সেই পুরনো দিনের মতো যখন আমরা দুইজন এক সঙ্গে শুরু করেছিলাম। অবশ্যই আমি অনেকটা আগে শুরু করেছিলাম। আমরা যখন একসঙ্গে খেলতাম তখন কোনও ভয়, আতঙ্ক কাজ করত না আমাদের মাঝে। এই সিরিজে আবারও আমরা একইভাবে খেলব।’’

যদিও ধোনির চার বছর আগেই ভারতীয় জার্সিতে অভিষেক হয়েছিল যুবরাজের। ২০০০ এ এসেছিলেন যুবরাজ, ২০০৪ এ ধোনি। যুবরাজ বলেন, ‘‘আমার মতে অধিনায়কত্ব ছাড়াটা খুবই ভাল সিদ্ধান্ত। আমার বিশ্বাস ও ভেবেছে এবার পরের প্রজন্মকে জায়গাটা ছেড়ে দেওয়া উচিত। যার হাত ধরে ২০১৯ বিশ্বকাপে খেলতে নামবে ভারত। আমরা ওর নেতৃত্বে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ জিতেছি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। টেস্টের এক নম্বর দলও হয়েছি। আমি নিশ্চিত নই কতজন অধিনায়কের এমন কৃতিত্ব রয়েছে।’’

তবে নিজের খেলা নিয়েও বেশ সতর্ক যুবরাজ। বলেন, ‘‘আমাকে খুবই সতর্ক থাকতে হবে। ফিটনেসের দিক থেকে অনেকটা এগিয়ে গিয়েছে। যেটা আমাদের প্রতিনিয়ত শিখতে হয়। ভারতীয় দলের সকলেই ফিটনেসের দিকে অনেকবেশি নজর দেয়। সকলেই দারুণ ফিট। আর শারীরিকভাবে ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।’’

এমআর/জেআইএম

আরও পড়ুন