হায়দারাবাদে না হলে প্রস্তুত মুম্বাই!
ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের সিরিজটি আয়োজক হায়দারাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভেন্যু রাজীব গান্ধী উন্টারন্যাশনাল স্টেডিয়াম। স্থানীয় নাম উপ্পল। ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে শুরু হওয়ার কথা এই টেস্ট ম্যাচটি।
তবে, শঙ্কার খবর হলো আর্থিক সংকটের কারণে হায়দারাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন নাকি চিঠি লিখে বিসিসিআইকে জানিয়েছে তারা এই টেস্ট ম্যাচটি আয়োজন করতে অপারগ। বিসিসিআইর সূত্রেই এই খবর চাউর হয়েছে ভারতীয় মিডিয়ায়।
যদিও হায়দারাবাদ ক্রিকেট অ্যসোসিয়েশন থেকে জানানো হয়েছে, এ খবর সম্পূর্ণ ভুয়া। তারা আর্থিক সহযোগিতা চেয়ে চিঠি লিখেছে বিসিসিআইর কাছে। এর অর্থ, এই নয় যে তারা টেস্ট ম্যাচটি আয়োজন করতে অপারগ। ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তারা। হায়দারাবাদের এই বক্তব্যের পর ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ আয়োজন নিয়ে অবশ্য সব শঙ্কা কেটে গিয়েছে।
তবে এরই মধ্যে ভারতের সাবেক অধিনায়ক দিলিপ ভেঙসরকার জানিয়েছেন, তিনি চান হায়দারাবাদের সঙ্গে মুম্বাইকেও ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের জন্য বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত রাখতে। তাহলে কোন কারণে যদি সত্যি হায়দারাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন টেস্ট ম্যাচটি আয়োজনে অক্ষম হয়, তাহলে যেন মুম্বাইতে ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়।
দিলিপ ভেঙসরকার মিডিয়াকে বলেন, ‘হায়দারাবাদের পাশাপাশি মুম্বাইকেও বিকল্প ভেন্যু হিসেবে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত রাখা উচিৎ। যদি কোন কারণে হায়দারাবাদ না পারে, তাহলে যেন মুম্বাইতে ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়।’
যাই ঘটুক, ক্রিকেটকেই সব সময় প্রাধান্য দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি, ক্রিকেটকেই সব সময় প্রাধান্য দেয়া উচিৎ। এই ম্যাচটির সূচি নির্ধারণ করা হয়েছে দীর্ঘদিন আগে। সুতরাং, এই ম্যাচটি আয়োজনে যেন আর কোনো সমস্যাকে সামনে টেনে নিয়ে আসা না হয়।’
১১৬ টেস্ট খেলা দিলিপ ভেঙসরকার বিখ্যাত হয়ে রয়েছেন ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে পর পর তিনটি সেঞ্চুরি করার কারণে।
হায়দারাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জন মনোজ মিডিয়াকে বলেন, ‘শুধু টেস্ট ম্যাচের সময়ই নয়, বাংলাদেশ যদি মনে করে প্রস্তুতির জন্য এক সপ্তাহ আগে হায়দারাবাদে চলে আসবে, তাতেও আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমার মনে হয়, বিসিসিআইতে কিছু অযোগ্য মানুষ বসে আছে যারা এই গুজবগুলো ছড়াচ্ছে।’
আইএইচএস/পিআর