ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়ার্ল্ড হকি লিগের জন্য প্রাথমিক দল ঘোষণা

প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৯ জানুয়ারি ২০১৭

মার্চে ঢাকায় অনুষ্ঠিতব্য ওয়াল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ড সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এ দলে জায়গা পেয়েছেন নতুন ৫ জন। তারা হলেন- গোলরক্ষক বিপ্লব, মাহবুব, সবুজ, শিশির ও রাকিন। অনুর্ধ্ব-১৮ দল থেকে এই পাঁচজন প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে জায়গা পেয়েছেন।

৪ থেকে ১২ মার্চ মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে খেলবে ৮ টি দেশ। স্বাগতিক হওয়ায় এই প্রথম বাংলাদেশ সরাসরি দ্বিতীয় রাউন্ড খেলছে। অন্য ৭ দেশ হচ্ছে- কানাডা, মিশর, চীন, ফিজি, ঘানা, ওমান ও শ্রীলংকা।

কোচ মাহবুবু হারুনের অধীনে মঙ্গলবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হবে প্রাথমিক দলের অনুশীলন। ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ড শুরুর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।

প্রাথমিক দল
জাহিদ হোসেন, অসিম গোপ, আবু সাইদ নিপ্পন, বিপ্লব, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ সিটুল, মামুনুর রহমান চয়ন, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ইমরান হাসান, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইম উদ্দিন, কামরুজ্জামান, রাসেল মাহমুদ জিমি, মাইনুল ইসলাম কৌশিক, পুস্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন, মিলন হোসেন, কৃষ্ণ কুমার দাস, তাপস বর্মন, দ্বীন ইসলাম ইমন, হাসান যুবায়ের নিলয়, ফজলে হোসেন রাব্বি, মাহাবুব, সবুজ, শিশির ও রাকিন।

আরআই/আইএইচএস/পিআর