ক্লাবগুলোকে নিয়ম মানার আহ্বান সালাউদ্দিনের
ঘরোয়া ফুটবল মানেই ক্লাবগুলোর দাপট। অনেক সময় বাফুফের নিয়ম-কানুনেরও তোয়াক্কা করে না তারা। আবার বাফুফেও ভোটের কথা চিন্তা করে ক্লাবগুলোর মাথায় হাত বুলিয়ে চলে। যে কারণে বাংলাদেশেই কেবল ‘কথায় কথায় খেলবো না’ বলতে সাহস পায় ক্লাবগুলো।
বাফুফের নতজানু নীতিও ক্লাবগুলোকে খামখেয়ালিপনা করতে উৎসাহিত করে। যার সর্বশেষ উদাহরণ শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লে-অফ ম্যাচ নিয়ে নাটক। ঘোষণা দিয়েই মাঠে উপস্থিত হয়নি সকার ক্লাব ও উত্তর বারিধারা। বাফুফেও করেছেন উদ্ভট কাণ্ড! প্রথম প্লে-অফ না খেলা দুই দলের জন্য রেখেছিল দ্বিতীয় প্লে-অফের ব্যবস্থা।
নিয়মের বেলায় কাউকে ছাড় দেয়া হবে না-বাফুফের সভাপতি হয়ে যতবার কথাগুলো বলেছেন কাজী মো. সালাউদ্দিন তার চেয়ে বেশিবার হয়তো ছাড় দিয়েছেন। তাই তো ক্লাবগুলো এখন যা খুশি করতে পারছে। সোমবার আরও একবার ক্লাবগুলোকে নিয়ম মানার ছবক দিলেন বাফুফে সভাপতি।
সংস্কার করা ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির কার্যালয় উদ্বোধন করার পর কাজী সালাউদ্দিন বলেছেন, ‘প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ৪৮ টি ক্লাব কর্মকর্তা ও লিগ কমিটির চেয়ারম্যানকে অনুরোধ করছি, লিগে কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। আমিও আপনাদের উপর প্রভাব খাটাবো না, আপনারাও গায়ের জোর দেখাবেন না। বাইলজ অনুযায়ীই সব হবে। আমার অনুরোধ থাকবে লিগ বা টুর্নামেন্ট শুরুর আগে ভালোভাবে বাইলজ বুঝে নিতে।’
সাম্প্রতিক সময়ে জাতীয় ফুটবল দলের বাজে পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন বাফুফে সভাপতি। বলেছেন এর জন্য কিছু ক্লাবেরও দায় আছে ‘২/১ টি ক্লাবের কারণে গোটা দেশের ফুটবল ভুগেছে। আমি কথা দিচ্ছি-ভবিষ্যতে এমন আর হতে দেয়া হবে না। কোনো কিছুই হবে না নিয়মের বাইরে। আমরা আপনাদের শিক্ষক নই, বন্ধু। এক সঙ্গে ফুটবলের উন্নয়নে কাজ করতে এসেছি। যদি আমরা বাইলজ অনুসরণ করি তাহলে কোনো ভুল বোঝাবুঝি হবে না। আশা করি, পরবর্তী ৪ বছরে খেলার মান বাড়বে।’
আরআই/আইএইচএস/পিআর