ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তিনটি লিগের স্পন্সর সাইফ পাওয়ারটেক

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৯ জানুয়ারি ২০১৭

পৃষ্ঠপোষকতার অভাবে নিয়মিত হয় না প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ফুটবল লিগ। এসব খেলা পরিচালনা করতে রীতিমতো হিমশিম খায় মহানগরী ফুটবল লিগ কমিটি। অনেকটা অবহেলিত এ লিগগুলো এবার মাটি পেলো পায়ের নিচে। এই প্রথম এক সঙ্গে এ তিন লিগের পৃষ্ঠপোষক পেলো মহানগরী ফুটবল লিগ কমিটি। ফুটবলার তৈরীর কারখানা হিসেবে পরিচিত এ তিন লিগের হাল ধরেছে সাইফ পাওয়ারটেক। আগামী চার বছরের জন্য এ তিনটি লিগ আয়োজনের সব দায়িত্ব নিয়েছে তারা।

সোমবার মহানগরী ফুটবল লিগ কমিটি কার্যালয়ে এ নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে দুই পক্ষ। লিগ কমিটির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ এবং সাইফ পাওয়ারটেকের পক্ষে প্রতিষ্ঠানটির কর্ণধার তরফদার মো. রুহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ দিনটিকে তিনটি লিগের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘এখন থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে লিগ হবে। নানা কারণে এ তিনটি লিগে সেশনজট লেগে আছে। এ গুলো দূর করা হবে। এ তিনটি লিগের সব দায়িত্ব সাইফ পাওয়ারটেকের।’

তরফদার মো. রুহুল আমীন বলেছেন, ‘আমরা অনেক দিন ধরে ফুটবলের সঙ্গে আছি। এবার আমরা এ তিনটি লিগের পৃষ্ঠপোষকতা করতে এসেছি। এ তিনটি লিগ পরিচালনা করতে যে ব্যয় হবে তা আমরা বহন করবো। কোন লিগের জন্য কী পরিমাণ অর্থ লাগতে পারে তা এখনো ঠিক হয়নি। তবে যাই লাগুক আমরা দেবো।’

স্পন্সর প্রতিষ্ঠানটির কর্ণধার অবশ্য কিছু শর্ত জুড়ে দিয়েছেন, ‘খেলা হতে হবে মাঠেই। মাঠের বাইরে অন্য কোনো খেলা চলবে না। যদি লিগগুলোতে শৃঙ্খলা না থাকে তাহলে আমরা আর সামনে এগুবো না।’

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্লাবগুলো শুধু একটি লিগই খেলে। তবে আগামীতে এ ক্লাবগুলো নিয়ে টুর্নামেন্ট করার পরিকল্পনার কথাও জানিয়েছেন মহানগরী ফুটবল কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ।

আরআই/আইএইচএস/জেআইএম