বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির শঙ্কা
বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচটিতে বৃষ্টির শঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার মেলবোর্নে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল থেকে মেলবোর্নে ফোঁটা ফোঁটা বৃষ্টি ক্রিকেট ভক্তদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে দিয়েছে।
বৃষ্টির কারণে স্থানীয় দুই দলের সমর্থকদের মধ্যে আতঙ্ক কাজ করছে। বৃষ্টি সংক্রান্ত নকআউট আইনে খেলা সম্পূর্ণ হওয়ার জন্য দু’টো টিমের বিশ-বিশ চল্লিশ ওভার শেষ হওয়া চাই। তা না হলে ম্যাচ চলে যাবে পরের দিন। সে দিনও যদি খেলা না হয়, তাহলে যারা গ্রুপ লিগ পর্যায়ে বেশি ম্যাচ জিতেছে তারাই সেমিফাইনাল চলে যাবে। তাহলে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনাল না খেলেই ফিরতে হবে দেশে।
এ দিকে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে বাংলাদেশ সম্পর্কে রায়না বলেন, ভারতের বিপক্ষে তারা ভালো করেছে। এই আসরেও ভালো করেছে। আমাদের তিনটা ম্যাচ খেলতে হবে। বাংলাদেশকে হালকাভাবে নেয়ার উপায় নেই।
কোয়ার্টার ফাইনাল বা নক আউট পর্ব মানেই তো চাপ। কিন্তু রাইনা মানছেন না যে বাংলাদেশের চেয়ে তাদের দল বেশি চাপে আছে। এ সম্পর্কে তিনি বলেন, কোয়ার্টার ফাইনালে সবসময় চাপের পরিস্থিতি থাকে। আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। ঠিক মতো বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং করতে হবে।
এমআর/এমএস