ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শান্তির ম্যাচে খেলবেন মেসি-ম্যারাডোনা

প্রকাশিত: ১০:৫৭ এএম, ১৪ আগস্ট ২০১৪

পোপ ফ্রান্সিসের আহ্বানে ১লা সেপ্টেম্বর রোমে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এই ম্যাচে খেলবেন সব ধর্মের অনুসারি তারকা খেলোয়াড়রা। থাকবেন এই প্রজন্মের তারকা লিওনেল মেসি, কিংবদন্তির তারকা ম্যারাডোনাসহ নামী অনেক খেলোয়াড়।

‘শান্তির জন্য ম্যাচ’ শিরোনামের এই আয়োজনের মূল উদ্যোক্তা আর্জেন্টাইন কিংবদন্তি হাভিয়ের জানেত্তির ডাক নামের পাপি ফাউন্ডেশন। এই ম্যাচে খেলবেন বৌদ্ধ ধর্মের অনুসারি ইতালির রবার্তো ব্যাজ্জো, ইসলাম ধর্মের অনুসারি জিনেদিন জিদান।

উদ্যোক্তারা জানিয়েছেন ভিন্ন ভিন্ন ধর্মের মানুষদের মাঠে পাশাপাশি দাঁড় করিয়ে এই বার্তা ছড়িয়ে দেয়া, মাঠে যদি এটা সম্ভব হয়, মাঠের বাইরে কেন সম্ভব হবে না। শান্তির বার্তা নিয়ে আয়োজন করা এই ম্যাচটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ইউনিসেফের শুভেচ্ছা দূত মেসি এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ইসরাইলী বাহিনীর হামলায় নিহত শিশু ও তরুনদের প্রতি সংহতি প্রকাশ করে তার ফেসবুক পেজে মন্তব্য পোস্ট করেন।