ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘বাতাস’ গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৬ জানুয়ারি ২০১৭

মাউন্ট মঙ্গানুইয়ে বে ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ রানে হেরে সিরিজ হাতছাড়া করে ফেলেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতেও তাই ব্যর্থতার বৃত্ত ভাঙতে ব্যর্থ টাইগাররা। কিন্তু শুক্রবার ম্যাচটা মাশরাফিদের হাত থেকে বেরিয়ে গেল কোথায়?

Babuঅনেক কারণের মধ্যে এই বে ওভালের মাঠের ‘বাতাস’কে বড় করে দেখছেন মাশরাফি। বাংলাদেশ অধিনায়ক মনে করেন, যে বাতাসের কারণে উইকেটের একপ্রান্তে রান হয়েছে প্রচুর। দ্রুত ৩ উইকেট পড়ে গেলেও কলিন মুনরো যে সেঞ্চুরি তুলে নিলেন আগ্রাসী ব্যাটিংয়ে, এর পেছনেও বড় ভূমিকা ওই বাতাসেরই। যে বাতাস বাংলাদেশের শুরুর যা একটু সম্ভাবনা তা উড়িয়ে দিয়েছে নিমিষেই।

মাশরাফি সংবাদ সম্মেলনে অসহায়ের মতোই বললেন, ‘তিন উইকেট পড়ে যাওয়ায় মুনরো ওর শটগুলো খেলেনি। যেহেতু একপাশে বাতাস ছিল ও সোজাই সুযোগগুলো নিয়েছে। কোনোভাবে সফল হয়ে গেছে। আমরাও হয়তো ও যেদিকে খেলতে চাচ্ছিল, ওর শক্তির জায়গার বিপরীত দিকে খেলতে পারতাম। তবে সে জোর করেও খেলছিল, ওই দিকে খেলছিল, বাতাস বয়ে যাচ্ছিল সেই দিকে। বাতাসের জন্য বা মিস হিটগুলো যদি হয়ে যায় কাজটা অনেক কঠিন হয়ে যায়।’

braverdrink

স্বাগতিক নিউজিল্যান্ড যে সুযোগগুলো নিয়েছে খুব ভালো ভাবে, ‘ওই সুযোগ ওরা খুব ভালোভাবে নিয়েছে। এক পর্যায়ে আমরাও সুযোগ নিচ্ছিলাম। ওই পাশ দিয়ে যারা বোলিং করেছে তাদের বলে ২০ করেও রান নিয়েছি। ১০, ১২, ১৫ করে রান নিয়েছি। কিন্তু অন্য পাশ থেকে আমাদের দুই থিতু ব্যাটসম্যান আউট হওয়ায় কঠিন হয়ে গিয়েছিল।’

নিউজিল্যান্ড বড় স্কোর গড়লেও জয়ের মানসিকতা নিয়েই বাংলাদেশ খেলেছে বলে জানান মাশরাফি, ‘এই উইকেটে বেশিরভাগ ম্যাচে ১৮০ রান হয়। আমরা ৩ উইকেট হারানোর পরও ইতিবাচক খেলেছি। আমাদের পরিকল্পনাই ছিল প্রথম ৬ ওভারে ৬০/৬৫ এমনকি ৭০ রান। কিন্তু আগেভাগে তিন উইকেট পড়ে যাওয়াতে কঠিন হয়েছে। আবার শেষের দিকে যদি ৪-৫ উইকেট দ্রুত পড়ে না যেত আমরা হয়তো ৬০-৭০ রান করতে পারতাম। আমাদের লক্ষ্যই ছিল- রান তাড়া করা। সুযোগ তৈরি করেও ফেলেছিলাম যখন রুম্মন-সৌম্য ব্যাট করছিল।’

এনইউ/পিআর

আরও পড়ুন