ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইতালির কোচ হতে পারেন কন্তে

প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৪ আগস্ট ২০১৪

ইতালির জাতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন জুভেন্টাসের সাবেক বস আন্তনিও কন্তে।

২০১১ সালে জুভেন্টাসের দায়িত্ব নেবার পর তার অধীনে তিনটি সিরি-আ শিরোপা  জয় করে জুভরা। এই মৌসুমে তিনি জুভেন্টাসের কোচ হিসাবে আর দায়িত্ব পালন করছেন না।

এদিকে বিশ্বকাপের পর সিজার প্রাণদেল্লি ইতালির জাতীয় দল থেকে পদত্যাগ করার ফলে কোচের পদটি খালি পড়ে রয়েছে। তাই ইতালির ফুটবল ফেডারেশন নতুন কোচ হিসাবে আন্তনিও কন্তের কথাই ভাবছেন বলে জানা গেছে।

ফুটবল ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট কার্লো তাভেচ্চি মঙ্গলবার নিশ্চিত করেন, জাতীয় দলের দায়িত্ব নেয়ার বিষয়ে তিনি কন্তের সাথে কথা বলেছেন।

আন্তনিও কন্তেও ইতালির কোচ হতে আগ্রহী কিন্ত তার কিছু শর্ত পূরণ হলেই এই দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

১৮ আগস্টের আগেই কন্তের সাথে চুক্তি করতে পারার বিষয়ে ইতালির ফুটবল ফেডারেশন আশাবাদী।