ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

২৩৮ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান

প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১৫ মার্চ ২০১৫

আয়ারল্যান্ডের দেওয়া ২৩৮ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯  ওভারে বিনা উইকেটে তাদের সংগ্রহ ৫২ রান। আহমেদ শেহজাদ ২৮ ও সরফরাজ আহমেদ ২৪ রান নিয়ে ব্যাট করছেন।

দুই দলের জন্যই ম্যাচটা বাঁচা-মরার লড়াই। জিতলেই কোয়ার্টার ফাইনালের টিকেট, আর হারলে বিদায়,এমন সমীকরণ নিয়ে মাঠে নামে দুই দল।

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ এবং মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের সেঞ্চুরি বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল আয়ারল্যান্ডকে। তবে অ্যাডিলেড ওভালে আর কেউ জ্বলে উঠতে না পারায় ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৭ রান করেছে আইরিশরা।

পুল `বি`তে নিজেদের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে মাত্র ৩ রান করে এহসান আদিলের শিকার হয়েছেন পল স্টার্লিং। এড জয়েস ও নিয়াল ও’ব্রায়েনও বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ফিরেছেন ১১ ও ১২ রান করে। এরপর ব্যালবার্নিকে সাথে ৪৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তোলেন।

ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি হাঁকিয়ে পোর্টারফিল্ড ফেরেন দলীয় ১৮২ ও ব্যক্তিগত ১০৭ রানে। শেষ দিকে আর কোন ব্যাটসম্যান রান করতে না পারলে ২৩৭ রানেই শেষ হয় আইরিশদের ইনিংস। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ নেন ৩ উইকেট।

এমআর/এমএস/এমএস