ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসির গোলে জয় বার্সার

প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১৪ মার্চ ২০১৫

লা লিগায় ২-০ গোলে এইবারকে হারিয়েছে বার্সেলোনা। আর এই দুটি গোলই এসেছে লিওনেল মেসি’র কাছ থেকে।

শনিবার রাতে ম্যাচের শুরুতে বার্সেলোনাকে  সাম্প্রতিক ফর্ম অনুযায়ী  খেলতে না দেখা গেলেও দ্রুতই মাঠে আধিপত্য বিস্তার করে লিওনেল মেসিরা। ৩১তম মিনিটে এগিয়েও যায় তারা।
 
নিজেদের ডি বক্সে স্বাগতিক ডিফেন্ডার বোরহা একিসা হাত দিয়ে বল ঠেকালে পেনাল্টি পায় বার্সেলোনা। তা থেকেই দলকে এগিয়ে দেন মেসি। 
 
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন দারুণ ফর্মে থাকা লুইস সুয়ারেস। 
 
দ্বিতীয়ার্ধ্বের ষষ্ঠ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি তিনি।

এর চার মিনিট পর আর বার্সেলোনাকে রুখতে পারেনি এইবারের রক্ষণ। ইভান রাকিতিচের কর্নারে নিচু হেড করে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। গোললাইন থেকে রক্ষণের একজন বল ফেরানোর চেষ্টা করলেও পারেননি, তার পায়ে লেগে জালে ঢুকে যায়।
 
এবারের লিগে আর্জেন্টাইন অধিনায়ক মেসির এটা ৩২তম গোল। ২ গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
 
বাকি সময়ে গোল করার আরও দুটি ভালো সুযোগ পায় বার্সেলোনা, কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। 
 
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। 
 
২৭ ম্যাচে কাতালুনিয়া দলটির পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬১।  
 
দিনের অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ এসপানিওলের মাঠে গোলশূন্য ড্র করেছে। ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে দিয়েগো সিমেওনের দল।

এসআরজে