ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দ্বিতীয় ম্যাচে তিন পরিবর্তনের ব্যাখ্যা

প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০১ জানুয়ারি ২০১৭

নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ বছর পর খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই তিন তিনজনের অভিষেক। ২৯ ডিসেম্বর নেলসনের স্যাক্সটন ওভালে উইকেটরক্ষক নুরুল হাসান সোহান, পেসার শুভাশিস রায় এবং লেগস্পিনার তানবির হায়দারের এক সঙ্গে অভিষেক হয়েছে।

এর মধ্যে হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়ে মাঠের বাইরে চলে যাওয়া মুশফিকুর রহীমের বদলে একজন স্পেশালিস্ট উইকেটরক্ষক খেলানো ছাড়া পথ ছিল না। তবে অভিজ্ঞ রুবেল হোসেন থাকার পরও আনকোরা শুভাশিসকে খেলানো, বিশেষ করে লেগস্পিনার কাম লেট অর্ডার তানবির হায়দারের অন্তর্ভুক্তি নিয়ে হৈ চৈ হয়েছে।

Babuকড়া সমালোচনার মুখে পড়তে হয় টিম ম্যানেজমেন্টকে। নিউজিল্যান্ডের অনভ্যস্ত কন্ডিশনে তিনজনকে এক ম্যাচে অভিষেক করানো কতটা যুক্তিযুক্ত হয়েছে? তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। আজ সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে আলাপচারিতায় উঠল সে প্রশ্নও। কেনই বা তিন তিন তরুণের এক সাথে অভিষেক?

এর যৌক্তিকতা ও যথার্থতা নিয়ে দেশে সমালোচনার ঝড়। তাও শুনলেন কোচ। মৃদু হেসে ব্যাখ্যা শুরু করলেন, ‘প্রথমে আসি মুশফিক প্রসঙ্গে। তার চোট ছিল দুর্ভাগ্যজনক। কারণ, মুশফিক এমনিতেই দলের অন্যতম নির্ভরযোগ্য পারফরমার। আর তারচেয়েও বড় কথা, সে ভালো ফর্মে ছিল। প্রথম ম্যাচে রানও করেছে। তার ইনজুরি একটা ছিল বড় ধাক্কা। কাজেই ওই জায়গায় পরিবর্তন আনা ছাড়া পথ ছিল না। পরিবর্তন  আনতেই হতো। তবে নুরল (নুরুল হাসান সোহান) এসে ভালো করেছে।’

braverdrink

শুভাশিসকে অভিষেক করানোরও ব্যাখ্যা দিলেন তিনি, ‘তো তিন পরিবর্তনের আরেকটিও বাধ্য হয়ে করেছি। ফিজকে (মোস্তাাফিজ) বিশ্রাম দিতেই হতো। সেটাও আমাদের বুদ্ধি বা চিন্তা থেকে নয়। ফিজিওর পরামর্শে। ফিজিও আমাদের পরিষ্কার জানালেন, মোস্তাফিজ ৭ মাসের চোটের পর ফিরেছে মাত্র। এর মধ্যে মাঠে ফিরে তাকে ৬ দিনের মধ্যে ৩ ম্যাচ খেলানো ঠিক হবে না। খেলানো যাবেও না। তখন আমরা মোস্তাফিজকে বিশ্রাম দেই। আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে কোন ম্যাচে তাকে বাইরে রাখব, মানে কোনটিতে  খেলাব না। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দ্বিতীয় ম্যাচই খেলাবো না।’

দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজকে বিশ্রাম দেয়ার কারণও এরই ফাঁকে বর্ণনা করলেন কোচ। তিনি বলেন, ‘আগেই জানানো হয়েছিল, নেলসনে দুই ম্যাচ একই উইকেটে খেলা হবে। আমরা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেই ৭২ ঘন্টার ব্যবধানে দুই ম্যাচ যখন একই উইকেটে খেলা হবে, তখন পরের ম্যাচে মোস্তাফিজ বেশি কার্যকর হবে।  ও যে ধরণের বোলার, তাতে একই পিচে দুই দিন খেলা হলে পরের ম্যাচে বেশি কার্যকরের সম্ভাবনা থাকবে।’

তৃতীয় পরিবর্তন মানে তানবির হায়দারকে খেলানোর কারণ সম্পর্কে সম্পর্কে হাথুরুর ব্যাখ্যা, ‘আমরা দেখতে চেয়েছি, লেগ স্পিনারটা কেমন করেছে। সে (তানবির হায়দার) অনুশীলনে ভালো বোলিং করেছে। সিডনিতে ভাল লাইন-লেন্থে বল ফেলেছে। এখানেও নেটে ভালো করেছে। সত্যি কথা বলতে কি, সামনে তাকিয়ে আরও বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখলে দলে একজন লেগস্পিনারের দরকার। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ডে বিশ্বকাপের কথা ভেবে আমরা একজন লেগ স্পিনারের প্রয়োজনীয়তা অনুভব করেছি।’

এআরবি/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন