র্যাংকিংয়ে সেরা অবস্থানে থেকে বছর শেষ করলেন মোস্তাফিজ
সর্বনাশা ইনজুরি কেড়ে নিয়েছে গত বছরের প্রায় অধিকাংশ সময়। একে তো বাংলাদেশের খেলা ছিল কম। তার ওপর ইনজুরির কারণে মাঠেই নামতে পারেননি মোস্তাফিজ। বছরের একেবারে শেষ প্রান্তে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেন দুটি ওয়ানডে।
তবুও আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে এখন পর্যন্ত ক্যারিয়ার সেরা অবস্থান ২৯তম স্থানে থেকে ২০১৬ শেষ করে নতুন বছর ২০১৭ সালে পদার্পণ করেছেন বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান।
চোট কাটিয়ে নিউজিল্যান্ডে সিরিজে ফেরা বাংলাদেশের কাটার মাস্টার পৌঁছেছেন ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে। ওয়ানডে র্যাংকিংয়ে ১৯ ধাপ এগিয়ে তারা উঠে এসেছে ২৯ নম্বরে।
কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মোস্তাফিজ খেলেছেন মাত্র দুটি ওয়ানডে। আগের মতো ছন্দ নেই, গতি নেই। উইকেটও পাওয়া হচ্ছে না। তবুও নিয়েছেন ৪ উইকেট। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে ৬২ রানে দুটি আর নেলসনের শেষ ম্যাচে ৩২ রানে নিয়েছেন বাকি দুই উইকেট।
মোস্তাফিজ ২৯তম স্থানে থাকলেও ওয়ানডের বোলারদের তালিকায় ৬ নম্বরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টিম বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা রয়েছেন ১৪ নম্বরে। টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের নতুন সেনসেশন মেহেদী হাসান মিরাজ অবস্থান করছেন ক্যারিয়ার সেরা ৩৪তম অবস্থানে।
আইএইচএস/এমএস