ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লড়াই করে হারলো বাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৩ মার্চ ২০১৫

শেষ পর্যন্ত লড়াই করে কিউইদের কাছে ৩ উইকেটে হারলো বাংলাদেশ। মার্টিন  গাপটিলের সেঞ্চুরির উপর ভর করে ৪৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের দেওয়া ২৮৯ রানের লক্ষ্য টপকে যায় কিউইরা।

বাংলাদেশের দেওয়া ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেন্ডন ম্যাককালাম ও কেইন উইলিয়ামসনকে হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। গাপটিল আর টেইলর ১৩১ রানের জুটি করে দলকে ভালো অবস্থানে নিয়ে যায়। মার্টিন গাপটিলের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরিতে কিউইরা যখন এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই সাকিবের তৃতীয় আঘাত। তুলে মারতে গিয়ে লং অনে রুবেল হোসেনের ক্যাচে পরিণত হওয়ার আগে গাপটিল করেছেন ১০৫ রান।

এরপর গ্র্যান্ট এলিয়টকে রুবেল হোসেন ও রস টেলরকে নাসির হোসেন ফিরিয়ে দেন। ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করা টেলর ৫৬ ও এলিয়ট ৩৯ রান করেন।

লুক রনকিকে নাসির হোসেনের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে ষষ্ঠ উইকেট এনে দেন সাকিব । এরপর বিপজ্জনক হয়ে ওঠা কোরি অ্যান্ডারসনকে বোল্ড করেন নাসির হোসেন। কিন্তু ড্যানিয়েল ভেট্টরি ও টিম সাউদি নিউজিল্যান্ডকে জয় এনে দেন। বাংলাদেশের পক্ষে সাকিব নেন ৪ উইকেট।  

এর আগে বিশ্বকাপে মাহমুদউল্লাহর টানা দ্বিতীয় সেঞ্চুরির উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত সাত উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ১২৮ রান করে অপরাজিত থাকেন।

টস হেরে ব্যাট করতে নেমে ২৭ রানে দুই ওপেনার তামিম ইকবাল (১৩) ও ইমরুল কায়েসকে (২) হারিয়ে অস্বস্তিতে পড়ে যায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে মাহমুদউল্লাহর ৯০ রানের জুটিতে দলকে আর দুশ্চিন্তায় পড়তে হয়নি।

২৮তম ওভারে ড্যানিয়েল ভেট্টরির বলে কোরি অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সৌম্য। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটির দেখা পাওয়া সৌম্যর ৫৮ বলে ৫১ রানের দৃঢ়তাভরা ইনিংসে ৭টি চার।

মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা সাকিব উইকেটে এসেই শুরু করেন আক্রমণ। কিন্তু ১৮ বলে তিনটি বাউন্ডারিতে ২৩ রান করার পর অ্যান্ডারসনের বলে কট বিহাইন্ড হয়ে যান তিনি।

আগের ম্যাচে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলা মুশফিকুর রহিম বেশিক্ষণ টিকতে পারেননি, ফিরে গেছেন ১৫ রান করে। তবে ৪০তম ওভারে মুশফিকের বিদায়ের পর বাংলাদেশকে তিনশর কাছাকাছি নিয়ে যায় মাহমুদউল্লাহ ও সাব্বিরের ঝড়ো ব্যাটিং। ষষ্ঠ উইকেটে মাত্র ৪৮ বলে ৭৮ রানের জুটি গড়েছেন দুজনে। ২৩ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় সাব্বির  করেন ৪০ রান। ম্যাচ সেরা হয়েছেন মার্টিন গাপটিল।  

এমআর/এমএস