‘এভাবে ভেঙে পড়াটা সত্যিই হতাশার’
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২৫১ রানে আটকে ফেলার পরও ৬৭ রানের বড় পরাজয়। স্বাভাবিক ভাবেই হতাশায় পুড়ছে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে নিজেও অনেকটা হতাশ মাশরাফি।
ম্যাচ শেষে মাশরাফি বলেন, ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে অবশ্যই সেটা হতাশার। ১০০ রানে এক উইকেট থাকার পর এভাবে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়াটা সত্যিই হতাশার।
মাশরাফি আরও বলেন, উইকেটের দিকে তাকালে আপনি দেখবেন এগর উইকেটের চেয়ে এটা অনেক ভালো উইকেট ছিলো। ব্যাটসম্যানদের দেখেশুনে খেলা উচিত ছিলো। কিন্তু দুই উইকেট যাওয়ার পর ব্যাটসম্যানরা পাজলড হয়ে গেছে। আমার মনে হয় ধীরস্থির ব্যাটিং করে এই রান চেজ করা উচিত ছিলো। এই ম্যাচ অবশ্যই হতাশার তবে আমাদের সামনের দিকে তাকাতে হবে।
সিরিজ হারলেও মনোবল হারাননি ম্যাশ। তিনি বলেন, আমরা জানতাম সিরিজটা কঠিন হতে যাচ্ছে আমাদের জন্য। তবে আমাদের ঠান্ডা মাথায় থাকতে হবে। আমাদের আবার গুছিয়ে নিতে হবে। আমরা যে ভুলগুলো করেছি সেখান থেকে আমাদের দ্রুত শিখতে হবে। শেষ ম্যাচে আমরা ভালো বোলিং করতে পারিনি আর আজ আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। আমার মনে হয় আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে।
এমআর/জেআইএম