ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টেস্টেই দেখা মিলবে মুশফিকের

প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬

ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজেই ফিরতে পারেন মুশফিকুর রহিম। তার বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির খুব বেশি গুরুতর নয়। বাংলাদেশ যখন নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে ব্যস্ত তখন মুশফিক গিয়েছিলেন হাসপাতালে। মুশফিকের চোট গুরুতর নয় বলেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার এমআরআই করিয়েছেন টেস্ট দলপতি। তার এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পরই সুখবর দিয়েছে বিসিবি। গুরুতর কোন চোট মুশফিকের এমআরআই রিপোর্টে ধরা পড়েনি। হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ টিয়ার ধরা পড়েছে।

braverdrink

স্পোর্টস বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ক্রিকেটারদের এ ধরনের ইনজুরি থেকে মাঠে ফিরতে সাধারণত ২ সপ্তাহ সময় লাগে। চোট সারাতে দ্রুতই পুনর্বাসন শুরু করবেন মুশফিকুর রহিম। টিম ম্যানেজমেন্ট তাকে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত করবে। টেস্টে শতভাগ ফিট পেতেই সীমিত পরিসর থেকে মুশফিককে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এমআর/জেআইএম

আরও পড়ুন