ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শুরুতেই মাশরাফির আঘাত

প্রকাশিত: ১০:১৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬

প্রথম ওয়ানডেতে বড় হারের ফলে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তবে এ ম্যাচে দারুণ সূচনা করেছে টাইগাররা। শুরতেই নিউজিল্যান্ড শিবিরে আঘাত হেনেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিউইদের বিধ্বংসী ওপেনার মার্টিন গাপটিলকে ফিরিয়েছেন অধিনায়ক।

ইনিংসের চতুর্থ বলটি দারুণ লেন্থে লেগ স্ট্যাম্প ও মিডেল স্ট্যাম্পের মাঝামাঝি করেন মাশরাফি। আর তাতে ব্যাটিং করতে গিয়ে মিস করলে প্যাডে লাগে গাপটিলের। সঙ্গে সঙ্গেই আঙ্গুল তুলে আউট ঘোষণা করেন আম্পায়ার।

এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি। এ ম্যাচে মোট তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে নেই মুশফিকুর রহীম, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন তিন নবীন নুরুল হাসান সোহান, তানভীর হায়দার ও শুভাশীষ রায়ের। এ তিনজনেরই অভিষেক হচ্ছে এ ম্যাচে। অপরদিকে বাংলাদেশ তিনটি পরিবর্তন আনলেও প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে নিউজিল্যান্ড।

আরটি/বিএ

আরও পড়ুন