ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশের ‘বড় দুর্বলতা’ খুঁজে পেয়েছে নিউজিল্যান্ড!

প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেট দলের ‘বড় দুর্বলতা’ খুঁজে পেয়েছে নিউজিল্যান্ড! দ্বিতীয় ওয়ানডেতে সেটা কাজে মরিয়া স্বাগতিকরা। এছাড়া এই দুর্বলতা কাজে লাগিয়ে সিরিজটা নিশ্চিত করতে চাইছে তারা। কী সেই দুর্বলতা?

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ৯টি উইকেট পতন ঘটে (মুশফিক সেচ্ছায় অবসরে যান)। এর মধ্যে ৫টি উইকেটের পতন ঘটে শট বলে। তাই এক্সট্রা পেস ও বাউন্সারে বাংলাদেশের ‘বড় দুর্বলতা’ দেখছেন কিউই ফাস্ট বোলার লকি ফার্গুসন।

ব্ল্যাক-ক্যাপস এই তারকা বোলার বলেন, ‘আমি মনে করি, ছেলেরা (নিউজিল্যান্ডের বোলাররা) বাংলাদেশি ব্যাটসম্যানদের ওপর আক্রমণাত্মক হয়েছিল। দ্রুত উইকেট নেয়ার জন্য উদগ্রীব ছিলাম আমরা। ওটাই ছিল আমাদের পরিকল্পনা।’

braverdrink

উপমহাদের কন্ডিশনে বাউন্সার খুব একটা কাজে দেয় না, চলে স্পিন-রাজত্ব! অপরদিকে নিউজিল্যান্ডে বাউন্সারের-রাজত্ব। এই বাউন্সারেই বাংলাদেশকে আবারও পরাস্ত করতে চান ফার্গুসন। বলেন, ‘একট্রা পেস ও বাউন্সে অভ্যস্ত নয় বাংলাদেশ। এই দুর্বলতা কাজে লাগিয়ে সফরকারীদের শাসন করা সম্ভব। পরের ম্যাচেও এটা প্রয়োগ করতে চাই।’

এনইউ/আরআইপি

আরও পড়ুন