ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপ থেকে বাদ পড়ছেন আফ্রিদি

প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১১ মার্চ ২০১৫

একের পর এক ম্যাচে বাজে পারফর্মেন্সের কারণে পাকিস্তান দল থেকে শহীদ আফ্রিদিকে বাদ দেওয়ার দাবি বেশ জোরালোভাবেই উঠেছে বিভিন্ন মহল থেকে। সেইসঙ্গে একজন লেগ স্পিনারকে দলে অন্তর্ভুক্ত করার প্রয়োজনটাও বড় হয়ে দেখা দিয়েছে দলে।

সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান রমিজ রাজা লেগ স্পিনার ইয়াসির শাহকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেই নামানোর প্রস্তাব করেছেন।

তিনি বলেন, “ইয়াসির শাহকে দলে ঢোকানো এখন জরুরী হয়ে উঠেছে। শেন ওয়ার্নের মতো ক্রিকেটার শাহকে সম্ভাবনার জায়গায় দেখেছেন”।

রমিজ আফ্রিদি সম্পর্কেও তার পর্যবেক্ষণ জানিয়েছেন বেসরকারী একটি টেলিভিশন চ্যানেলের কাছে।

“নিয়মিত একজন লেগ স্পিনার নেবার জন্য আফ্রিদিকে বাদ দেওয়ার বিষয়ে ম্যানেজমেন্টের অবশ্যই এখন সিদ্ধান্তে আসতে হবে”।

সরফরাজ আহমেদকে শুরুর কয়েকটি ম্যাচে না খেলানোকেও দলের ভুল বলে মনে করছেন রমিজ।

আফ্রিদির ফর্মে না থাকা এবং বিভিন্ন দিক থেকে আসা পর্যবেক্ষণের চাপে সম্ভাবনা প্রবল যে বিশ্বকাপ স্কোয়াডে আফ্রিদির সফর শেষ হতে পারে আগামী ম্যাচেই।

এসআরজে