আশরাফুলকে ছাড়িয়ে গেলেন মুশফিক
বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রানের দিক থেকে মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে গেলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিনেই তিনি এ রেকর্ড করেন।
জানা গেছে, মোহাম্মদ আশরাফুল ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন। অন্যদিকে, অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে মুশফিকুরের ব্যাট থেকে ৭৭ বলে আসে ৮৯ রানের ঝড়ো ইনিংস।
যদিও ম্যাচ ও মোট রানের দিক থেকে এখনো এগিয়ে আশরাফুলই এগিয়ে রয়েছেন। আজকের ম্যাচ পর্যন্ত মুশফিকুর রহিম ১৪৪ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৩৪০৯ রান। অন্যদিকে ১৭৭ ম্যাচে আশরাফুলের সংগ্রহ ৩৪৬৮ রান।
এএইচ/পিআর