ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশকে বড় লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:০১ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬

মোস্তাফিজ-তাসকিনের পর সাকিবের জোড়া আঘাতে দারুণ ভাবে ম্যাচে ছিল বাংলাদেশ দল। তবে টম লাথামের দুর্দান্ত সেঞ্চুরি আর কলিন মুনরোর ঝড়ো হাফসেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। রানের পাহাড় গড়ে উল্টো বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছে তারা। নির্ধারিত ৫০ ওভারে ৩৪১ রানের বিশাল সংগ্রহ করেছে স্বাগতিকরা। বাংলাদেশের বিপক্ষে এটাই তাদের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ১৯৯০ সালে অস্ট্রাল-এশিয়া কাপে ৩৩৮ রান করেছিল দলটি।

সোমবার ভোরে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও টম লাথাম। প্রথম পাঁচ ওভারে ৩১ রান সংগ্রহ করে তারা। তবে ষষ্ঠ ওভারে গাপটিলকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচ আনেন মোস্তাফিজ। মোস্তাফিজের স্লোয়ার বল টাইমিংয়ে হের ফের করে আকাশে উঠিয়ে দেন গাপটিল। আর মিড অফে দাঁড়িয়ে থাকা সৌম্য সরকার সে ক্যাচ সহজেই লুফে নেন।

এরপর ১৫তম বাংলাদেশের পক্ষে দ্বিতীয় আঘাত হানেন তাসকিন। ওভারের দ্বিতীয় বলটিতে একটু বেশি বাউন্স পেয়েছিলেন তিনি। আর তাতেই কাট করতে গিয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহীমের হাতে ধরা পড়েন উইলিয়ামসন। তবে আউট হবার আগে ৩৬ বলে ৩১ রান করেন অধিনায়ক।

এরপর দৃশ্যপটে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। স্বাগতিক শিবিরে জোড়া আঘাত হেনে চাপে ফেলে দেন তাদের। নেইল ব্রুমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর জেমস নিশামকে একই ফাঁদে ফেলেন তিনি।

braverdrink

সাকিবের ২৫তম তৃতীয় বলে ফ্লিক করতে গিয়ে পরাস্ত হন ব্রুম। কুইকার বল ঠিক মত বুঝতে না পারায় সাজঘরমুখী হতে হয় তাকে। তবে আরও আগেই ফিরে যেতে পারতেন তিনি। সাকিবের আগের ওভারেই ব্রুমের সহজ ক্যাচ ছেড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ২৯তম ওভারের চতুর্থ বলে প্রায় একই ঢঙ্গে পরাস্ত হন নিশাম। বল লেগ স্ট্যাম্পে থাকলেও ফুলার লেন্থে থাকায় আউট হন তিনি।

তবে পঞ্চম উইকেটে কলিন মুনরোকে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। এ দুই ব্যাটসম্যানের ১৫৮ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় স্বাগতিকরা। মাত্র ৬১ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলেন মুনরো। ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি।

তবে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন টম লাথাম। এক প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন তিনি। ১২১ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন এ কিউই ওপেনার। ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করেই ৩৪১ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড।

বাংলাদেশের পক্ষে ৬৯ রানে ৩টি উইকেট নিয়ে সেরা বোলার সাকিব। এছাড়া মোস্তাফিজ ও তাসকিন ২টি করে উইকেট পান।

আরটি/পিআর

আরও পড়ুন