ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ মনে করছেন উইলিয়ামসন

প্রকাশিত: ১২:১১ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ দলের কাছে হোয়াইটওয়াশ হওয়ার অভিজ্ঞতা রয়েছে নিউজিল্যান্ডের। সেটা অবশ্য কিউইদের ঘরের মাঠে নয়, বাংলাদেশের মাটিতে। সেই লজ্জা তাদের মাথায় আছে নিশ্চয়। তাই ঘরের মাঠেও টাইগারদের কঠিন চ্যালেঞ্জ মনে করছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

যদিও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের অতীত পরিসংখ্যান সুখকর নয়। সেখানে পারফরম্যান্সের হিসেবে অনেক এগিয়ে কিউইরা। তার পরেও প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে বাংলাদেশ দলকে সমীহ করেছেন উইলিয়ামসন।

braver

মাশরাফিদের বিপক্ষে সিরিজ নিয়ে কিউই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল দিন দিন বেশ উন্নতি করছে। বিশেষ করে ঘরের মাঠে তাদেরকে হারানো খুবই কঠিন। নিজেদের মাঠে অনেক কঠিন প্রতিপক্ষ। একই সঙ্গে বিশ্বের স্থানে খেলার অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে। সুতরাং আমাদের সামনেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাই জয় পেতে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’

এনইউ/জেআইএম

আরও পড়ুন