প্রথম ওয়ানডেতে খেলবেন মোস্তাফিজ
দিন দুয়েক আগেও তাকে নিয়ে ছিল শঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কি থাকছেন মোস্তাফিজুর রহমান? এমন প্রশ্নই বাসা বেঁধেছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে।
তবে শেষ খবর, সে শঙ্কা অমূলক। অনিশ্চয়তার ঘোর টপকে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছেন কাটার মাস্টার। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জাগো নিউজকে আজ বিকেলে সে কথাই জানালেন।
কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলবেন মোস্তাফিজ। বাংলাদেশ দলের পেস আক্রমণে মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন আইসিসির বর্ষসেরা উদীয়মান এই ক্রিকেটার।
এর আগেই অবশ্য বাংলাদেশ দলের ফিজিও ডিন কনওয়ের সবুজ সংকেত পেয়েছেন মোস্তাফিজ। প্রথম ওয়ানডে খেলতে প্রস্তুত তিনি। আজ রোববার ফিল্ডিং ও রিলে থ্রো প্রাকটিস করেছেন কাটার মাস্টার। আর ফিজিওর ছাড়পত্রকেই যথেষ্ট মনে করছেন টাইগার অধিনায়ক মাশরাফি।
এদিকে দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে চাচ্ছেন, পুরোপুরি ফিট হয়েই যেন মোস্তাফিজ মাঠে নামেন। তাকে নিয়ে ঝুঁকি নেয়ার পক্ষে নন এই লঙ্কান কোচ। তাই প্রথম ওয়ানডেতে খেলার বিষয়টা ২১ বছর বয়সী এই পেসারের ওপরই ছেড়ে দিয়েছেন হাথুরু।
এনইউ/আরআইপি