ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রধান নির্বাচকের পদ হারাচ্ছেন মঈন খান

প্রকাশিত: ০৫:৫৯ এএম, ১১ মার্চ ২০১৫

ক্যাসিনো-কাণ্ডের জের ধরে চলতি বিশ্বকাপের পরই প্রধান নির্বাচকের পদ থেকে অব্যাহতি দেয়া হচ্ছে পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক মঈন খানকে। পিসিবির এক ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশটির পত্রিকা ‘দ্য ডন’ ।

বিশ্বকাপ চলাকালীন সময়ে কাউকে না জানিয়ে রাতে নিউজিল্যান্ডের এক ক্যাসিনোতে যান পাকিস্তানের প্রধান নির্বাচক মঈন খান। এর পরদিন ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৫০ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মিসবাহর দল। এরপর সমালোচনার মুখে মঈনকে দেশে ফিরিয়ে আনে পিসিবি।

পিসিবির এক ঘনিষ্ট সূত্র জানিয়েছেন, মঈন খান দেশে ফেরার পর পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে বৈঠকের সময় তাকে জানিয়ে দেয়া হয় প্রধান নির্বাচক হিসেবে তাকে আর রাখতে চায় না বোর্ড।

সূত্র আরও জানায়, বিশ্বকাপের পরই মঈনকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হবে এবং পিসিবি চেয়ারম্যান সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রধান নির্বাচক পদের জন্য যোগ্য ব্যক্তিকে নির্বাচন করার জন্য ইতোমধ্যেই দায়িত্ব দিয়েছেন। পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম বারি ও মহসিন খানকে প্রধান নির্বাচক পদের জন্য বিবেচনা করা হচ্ছে বলে পিসিবির ঘনিষ্ট সূত্রটি জানায়।

এমআর/এমএস