বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে জাগো নিউজের কুইজ প্রতিযোগিতা
বাংলাদেশ ক্রিকেটের যে কোন টুর্নামেন্ট কিংবা সিরিজে সব সময়ই জাগোনিউজ২৪.কম চেষ্টা করে ব্যাতিক্রমি কিছু করার। পাঠকদের জন্য আয়োজন করে থাকে ব্যতিক্রমী নানা আয়োজনের। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়ও জাগো নিউজ পাঠকদের জন্য আয়োজন করেছিল কুইজ প্রতিযোগিতার। দারুণ সাড়া পড়েছিল দু’বারই।
সে ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে জাগো নিউজ পাঠকদের জন্য আয়োজন করেছে কুইজ প্রতিযোগিতার। কোমল পানীয় ব্রেভারের সৌজন্যে আয়োজিত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজজুড়ে মোট ৮টি পর্বে অনুষ্ঠিত হবে এই কুইজ প্রতিযোগিতার। প্রতিপর্বেই ৩জন করে বিজয়ী নির্বাচন করা হবে। ৮ পর্বে মোট ২৪জনকে বিজয়ীর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
কুইজে অংশগ্রহণের নিয়মাবলী
* বাংলাদেশি যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
* বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন সময়ে ২৪/১২/২০১৬ থেকে সর্বমোট আটটি পর্বে কুইজ আয়োজনটি করা হবে।
* প্রতিটি পর্বের সময়সীমা কুইজ পেইজে দেয়া থাকবে।
* অংশগ্রহণকারীরা প্রদত্ত প্রশ্নসমূহের সঠিক উত্তর বাছাই করে নিজের পূর্ণ নাম, সচল ই-মেইল আইডি, মোবাইল নাম্বার ও জেলা সাবমিট করবেন।
* সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতি পর্বে ৩ জন, অর্থাৎ সর্বমোট আটটি পর্ব থেকে ২৪ জনকে লটারীর মাধ্যমে নির্বাচিত করা হবে।
* প্রতি পর্বের বিজয়ীদের সাথে মেইলে এবং মোবাইলে যোগাযোগ করা হবে এবং তাদের তালিকা jagonews24.com ও ফেসবুক পেইজে প্রকাশ করা হবে; এক্ষেত্রে প্রতিযোগিদের ই-মেইল ও মোবাইল নাম্বার সচল থাকা আবশ্যক।
* আটটি পর্ব শেষে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
* উক্ত আয়োজনের সাথে সংশ্লিষ্ট কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
* আয়োজনের ব্যাপারে যে কোন সিদ্ধান্ত পরিবর্তনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
* জাগোনিউজ২৪.কম বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে ক্লিক করুন এই লিংকে (http://www.jagonews24.com/pages/quiz)
শুধু কুইজ প্রতিযোগিতাই নয়, পাঠকদের জন্য জাগো নিউজে প্রতিটি ম্যাচের সম্ভাব্য ফল, বিশ্লেষণ, পরিসংখ্যান- এসব নানা দিক নিয়ে হাজির হবে বাংলাদেশ ক্রিকেটের দু’জন প্রথিতযশা সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল এবং আকরাম খান। দু’জনই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। প্রতিটি ম্যাচের আগে এবং পরে নানা বিশ্লেষন নিয়ে কলাম লিখবেন তারা।