ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হেগলি ওভালে এখনো হারেনি নিউজিল্যান্ড

প্রকাশিত: ১০:০৭ এএম, ২৪ ডিসেম্বর ২০১৬

বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলছে বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে সিরিজ হারলেও এর আগে ঘরের মাঠে পায় টানা ষষ্ট সিরিজ জয়ের স্বাদ। এবার টাইগারদের লক্ষ্য দেশের বাইরে নিজেদের তুলে ধরার। আর প্রথমেই নিউজিল্যান্ডকে পাচ্ছেন মাশরাফি-সাকিবরা।

সিরিজের প্রথম ওয়ানডেতে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে আগামী ২৬ ডিসেম্বর (সোমবার) মাঠে নামবে বাংলাদেশ। তবে ২০১৪ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা হেগলি ওভালে এখন পর্যন্ত হারের স্বাদ পায়নি নিউজিল্যান্ড। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে প্রতিটি ম্যাচেই বিজয়ী দল নিউজিল্যান্ড। আর সব কটিই শ্রীলঙ্কার বিপক্ষে।    

নিউজিল্যান্ডের হয়ে চার ওয়ানডেতে ৩৩ উইকেট পেয়েছেন কিউই পেসাররা। আর স্পিনারদের কপালে জুটেছে মাত্র ৪ উইকেট। কিউইদের হয়ে এ মাঠের সবচেয়ে সফল বোলার মিচেল ম্যাকলেনাহান। ৩ ম্যাচে ৯ উইকেট তার। বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় ম্যাকলেনাহান বাংলাদেশের বিপক্ষে একাদশে নেই। তবে দুই ম্যাচে ৮ উইকেট পাওয়া ফাস্ট বোলার ম্যাট হেনরি ঠিকই আছেন। এছাড়া ট্রেন্ট বোল্ট, টিম সাউদি আর ফার্গুসনরা তো আছেনই।

এ পরিসংখ্যান থেকে বুঝাই যায় সোমবার হেগলি ওভালে বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় এক পরীক্ষাই নেবেন কিউই পেসাররা। তামিম, সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকরা তৈরি তো?

এমআর/জেআইএম

আরও পড়ুন