ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সেই শিরিনই দ্রুততম মানবী

প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৬

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টের পুরুষদের লড়াই শেষ হয়েছে আগের দিন। মেসবাহ আহমেদ ধরে রেখেছেন দ্রুততম মানবের খেতাব। শুক্রবার সবার নজর ছিলো মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে। পুরনো রাজার পাশে কি নতুন রানী বসবেন? নাকি শিরিন আক্তারই ধরে রাখবেন তার শ্রেষ্ঠত্ব। না, রানীর আসনও বদলায়নি, সেই শিরিন আক্তারই হয়েছেন দেশের দ্রুততম মানবী। শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন সাতক্ষীরার এ অ্যাথলেট।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১২.০১ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। একই দলের সোহাগী আক্তার ১২.২০ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রৌপ্য।  ১২.৩৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা খাতুন।

১০০ মিটারে শ্রেষ্ঠত্ব ধরে রাখার পর শিরিন বলেছেন, ‘এসএ গেমসে ভালো করার আশা ছিল, পারিনি। আগামীতে একটি পদকের আশা করছি। অলিম্পিক গেমসের মতো বড় আসরের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চাই আগামী এসএ গেমসে।’ শিরিন এসএ গেমসে পদক জয়ের আশা করলেও, তার টাইমিং আশা জাগানিয়া নয়। গত এসএ গেমসের হিটে তার টাইমিং ছিল ১১.৯৯ সেকেন্ড।

ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে ২১.৫১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফুল ইসলাম। মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে সেরা বাংলাদেশ নৌবাহিনীর সোহাগী আক্তার। তিনি সময় নিয়েছেন ২৪.৪৬ সেকেন্ড। বাংরাদেশ সেনাবাহিনীর সুমিতা ঘোষ ২৫.৩৭ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়।

আরআই/আইএইচএস

আরও পড়ুন