ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক কোহলি!

প্রকাশিত: ১১:০৪ এএম, ২২ ডিসেম্বর ২০১৬

গত বছর মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলে ভারতের টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব বর্তায় বিরাট কোহলির কাঁধে। তবে টিম ইন্ডিয়ার স্বীকৃত ওয়ানডে অধিনায়ক ধোনিই। আর কোহলি সহ-অধিনায়ক। অথচ আইসিসি যে বর্ষসেরা দল ঘোষণা করেছে, সেই দলের অধিনায়ক করা হয়েছে কোহলিকে!

আন্তর্জাতিক ওয়ানডেতে ধোনির অনুপস্থিতিতে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কত্ব করেছেন কোহলি। যে কারণে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেয়া এবি ডি ভিলিয়ার্সের পরিবর্তে তাকেই দলনেতার ভূমিকায় রাখা হয়েছে!   

ওয়ানডে দলের উইকেটরক্ষকের দায়িত্বে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ভারতের তিনজন ক্রিকেটার (কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা) রয়েছেন একাদশে। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।

ওয়ানডে একাদশ : ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, মিচেল মার্শ, রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা, সুনীল নারিন।

দ্বাদশ: ইমরান তাহির।

এনইউ/এমএস

আরও পড়ুন