টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
যুব এশিয়া কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে শ্রীলংকান যুবাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাইফ হাসান।
বুধবার শ্রীলংকার রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে মোহাম্মদ সজীব হোসেনকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন অধিনায়ক সাইফ হাসান। শুরুটা ভালোই করেন এ দুই ব্যাটসম্যান। তবে দলীয় ৪২ রানে সাজঘরে ফিরেছেন অধিনায়ক। ব্যক্তিগত ২৬ রানে জিহান ড্যানিয়েলের শিকার হন এ স্টাইলিস্ট ব্যাটসম্যান।
এদিন বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছেন সজীব হাসান। সুযোগ পেয়েই একপ্রান্তে দারুণ ব্যাটিং করছেন তিনি। তার সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন সহ-অধিনায়ক আফিফ হোসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ৪৪ রান।
বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, মোহাম্মদ সজীব হোসেন, আফিফ হোসেন, রায়ান রাফসান রহমান, মোহাম্মদ রাকিব, নাঈম হাসান, কাজি অনিক, শাখাওয়াত হোসেন, হাবিবুর রহমান, মাহিদুল ইসলাম ও আব্দুল হালিম।
আরটি/এনইউ/এমএস